মালবাজারে গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর আহত আইজি ডিপি সিং সহ ৪

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার সকালে মালবাজারের কাছে দুর্ঘটনার মুখোমুখি হলেন উত্তরবঙ্গ পুলিশের (North Bengal Police) আইজি দেবেন্দ্র প্রতাপ সিং ( IGP DP Singh)। মালবাজারের (Malbazar) ডামডিমের (Damdim) কাছে আইজির গাড়ির একটি ডাম্পারের সাথে সংঘর্ষ হয়। দেবেন্দ্র প্রতাপ সিং ছাড়াও এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরো তিনজন। বর্তমানে দেবেন্দ্র প্রতাপ শিলিগুড়ি (Siliguri) সেবক রোডের (Sevoke Road) একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের তরফে জানা গিয়েছে, তার জ্ঞান থাকলেও মাথায় রয়েছে গুরুতর চোট। শুক্রবার সকালের এই ঘটনায় এসপি ট্রাফিক, উত্তরবঙ্গ (SP Traffic, Siliguri Police) অবদেশ পাঠকও আহত হয়েছেন। তাদের চোটও গুরুতর বলে জানা গেছে। সূত্রের খবর, শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন আইজি দেবেন্দ্র প্রতাপ সিং। মালবাজারের ডামডিমের কাছে একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির।

   

গাড়িতে থাকা প্রত্যেকেই গুরুতরভাবে আহত হন। ভাল রকম চোট পান গাড়ির চালকও। এরপর তাদের উদ্ধার করে ভর্তি করা হয় শিলিগুড়িতে সেবক রোডের (Sevoke Road) কাছে একটি নার্সিংহোমে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মাথায় গুরুতর চোট লাগলেও আইজির জ্ঞান রয়েছে। ইতিমধ্যেই তার সিটি স্ক্যান ও এক্সরে করা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে সূত্রের খবর।

9fb61 whatsapp image 2019 03 07 at 10.37.41 am

দেবেন্দ্র প্রসাদ সিং পূর্বে শিলিগুড়ির পুলিশ কমিশনার ছিলেন। শোনা যায়, দেবেন্দ্র প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ। অনেকে আবার মনে করেন দেবেন্দ্র প্রসাদ সিং খুবই দায়িত্বের সাথে পূর্বে কাজ করেছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীসহ রাজ্যের প্রশাসন তার ওপর অনেকটাই আস্থা রাখেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর