বাংলাহান্ট ডেস্ক : ধর্মীয় স্থানের কাছাকাছি অবস্থিত সমস্ত মদের দোকান (Liquor Shop) বন্ধের উদ্যোগ সরকারের। এমনকি আবগারি নীতি পরিবর্তন করে লাইসেন্সও বাতিল হতে পারে ধর্মীয় স্থানের কাছাকাছি অবস্থিত এফএল শপের। এমনিতেই মদ্যপান নিষিদ্ধ হরিদ্বার, চারধাম-সহ একাধিক এলাকায়। তবে আবগারি নীতিতে বদল এনে এবার আরও কড়া পথে হাঁটতে চলেছে উত্তরাখন্ড সরকার।
মদের দোকান (Liquor Shop) নিয়ে বড় আপডেট
উত্তরাখণ্ড সরকারের (Uttarakhand) তরফে জানানো হয়েছে, ধর্মীয় স্থানের পবিত্রতা ও ঐতিহ্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। সেই কারণেই বদল আনা হচ্ছে রাজ্যের আবগারি নীতিতে। উত্তরাখন্ড সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, বন্ধ করে দেওয়া হবে রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানের আশেপাশে থাকা মদের দোকান।
আরোও পড়ুন : হারিয়ে গিয়েছিলেন সিরিয়াল থেকে, জলসার নতুন মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা
উত্তরাখন্ড সরকারের নীতি অনুযায়ী, বর্তমানে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয় না হরিদ্বারের হর-কি-পৌরি এবং হৃষিকেশ পুরসভা এলাকার সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেকার এলাকায়। পাশাপাশি সম্পূর্ণভাবে মদ্যপান নিষিদ্ধ চার ধাম এবং হেমকুণ্ড সাহিব এলাকায়। এবার আরও একধাপ এগিয়ে, সমস্ত ধর্মীয় স্থানের নিকটবর্তী মদের দোকান (Liquor Shop) বন্ধের উদ্যোগ নিল সে রাজ্যের সরকার।
আরোও পড়ুন : সত্যি হল জল্পনা, শেষ সুযোগ পেল সিরিয়াল, বড় ঘোষণা চ্যানেলের!
আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, কোন কোন স্থানকে ধর্মীয় স্থান হিসাবে চিহ্নিত করা হবে এবং এলাকার দূরত্বই বা ঠিক কতটা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই দুটি বিষয়ে দ্রুত আলোচনা করে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হবে আবগারি দপ্তরের (Excise Department) তরফে।
অন্যদিকে, আবগারি দপ্তর যে নয়া নীতি আনতে চলেছে সেখানে গ্রাহকদের অধিকার সুনিশ্চিত করতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। জানা যাচ্ছে, নয়া নীতি অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মদ বিক্রি করলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে মদ বিক্রেতার। পাশাপাশি এই একই নিয়ম চালু হতে পারে সে রাজ্যের ডিপার্টমেন্টাল স্টোরগুলিতেও।