বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে বাংলায় অভূতপূর্ব জয়লাভের পর তৃণমূল কংগ্রেস এবার দিল্লি থেকে মোদী সরকারকে উৎখাত করার সংকল্প নিয়েছে। তবে তাঁর আগে বাংলারই প্রতিবেশী বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা দখলের লক্ষ্য রেখেছে তাঁরা। আর সেই সূত্রেই প্রায় দিনই বাংলার তৃণমূল নেতারা ত্রিপুরার সফরে যাচ্ছেন।
বিগত কয়েকদিন ধরেই ত্রিপুরায় তৃণমূল ব্যাপক ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। যার কারণে বিজেপির মাথাব্যথাও শুরু হয়েছে। একদিকে তৃণমূল যেমন ত্রিপুরা দখলের লড়াইয়ে নেমেছে, তেমনই বিজেপি আবার কোনওমতে ত্রিপুরাকে তৃণমূলে হাতে তুলে না দেওয়ার সংকল্প নিয়েছে। ২০২৩-এ ত্রিপুরায় যে জমজমাট লড়াই হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে এরমধ্যেই ত্রিপুরায় নিজেদের ব্যাপক শক্তি বৃদ্ধি করল ভারতীয় জনতা পার্টি। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত ধরে সিপিএম সহ একাধিক দল থেকে বিজেপিতে নাম লেখালেন প্রায় ১ হাজার জন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘আজ বড়জলা মন্ডলে ভারতীয় জনতা পার্টির আয়োজিত এক যোগদান সভায় অংশগ্রহণ করি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকাশমুখী কার্যকলাপে অনুপ্রাণিত হয়ে আজ এই যোগদান সভায় সিপিআইএম ও অন্যান্য দল ত্যাগ করে ৯৫৬ জন বিজেপি দলে যোগদান করে। আমি নবাগতদের হাতে গেরুয়া পতাকা তুলে দেই ও ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাই।”
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিল্পব দেব দুজনেই সিপিএমের দীর্ঘদিনের সরকারকে সরিয়ে দুই রাজ্যে ক্ষমতায় এসেছেন। সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনবার জয় হাসিল করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্যদিকে, সিপিএমকে সরানোর পর আগামী ২০২৩-এ প্রথম নির্বাচন ত্রিপুরায়। এখন দেখার বিষয় এটাই যে, বিপ্লব দেব নিজের দুর্গ সুরক্ষিত রাখোতে পারেন কিনা।