ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা! আচমকাই অনলাইন প্রতারণার শিকার মোহনবাগানের বাবলুদা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনলাইন প্রতারণা যেন এক শিল্পের রূপ নিয়েছে বর্তমান জগতে। বহু মানুষ পৃথিবীতে এমন আছেন যারা এই সমস্যার শিকার হয়েছেন। ধোনি থেকে শুরু করে বড়লোক, সামর্থ্য নির্বিশেষে যে কোনও মানুষকে এই সমস্যায় পড়তে হতে পারে। আমাদের প্রত্যেকের বন্ধুবৃত্তে বা আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ না কেউ এই সমস্যার শিকার। এবার এই সমস্যার শিকার হলেন এক মোহনবাগান কিংবদন্তি।

দীর্ঘদিন মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা এবং কোচিং করানো সবুজ মেরুন ক্লাবের ঘরের ছেলে বলে পরিচিত সুব্রত ভট্টাচার্য এবার এই বিশ্রী চক্রান্তের শিকার। গত সপ্তাহে চমকাই মোবাইলে মেসেজ পেয়ে দেখেন এই অবস্থা। এরপরই তড়িঘড়ি ব্যাঙ্কের উদ্দেশ্যে ছুটেছিলেন প্রাক্তন মেরিনার্স।

ব্যাঙ্কে পৌঁছে তিনি জানতে পারেন যে প্রায় ১৭ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে তার অ্যাকাউন্ট থেকে। স্বাভাবিকভাবেই এই খবর শুনে অত্যন্ত ভেঙে পড়েছেন মোহনবাগান কিংবদন্তি। ওই বেসরকারি ব্যাঙ্কের পরামর্শ মতোই আগে পার্ক স্ট্রিট থানা এবং পরে গলফ গ্রিন থানায় অভিযোগ জানান তিনি। কিন্তু আপাতত সেই খোয়া যাওয়া টাকার হদিস মেলেনি।

subrata bhattacharjee

তিনি নিজে তারকা হলেও টাকা চুরি যাওয়ার পর নিজেকে সাধারণ মানুষের সাথেই তুলনা করেছেন। সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন যে যদি তার মত সাধারন মানুষকেই এই প্রতারণার শিকার হতে হয় অনলাইনে তাহলে সেটা অত্যন্ত চিন্তার ব্যাপার। যদিও তার বক্তব্যের এই সাধারণ মানুষ অংশটির সঙ্গে হয়তো একমত হবেন না অনেকেই।

সুব্রত বাবু আরও জানিয়েছেন যে ওই টাকাটাই ছিল তার যাবতীয় সম্বল। আপাতত পুলিশ কোন ভরসা দিতে পারেনি। ফলে অত্যন্ত সমস্যায় পড়েছেন তিনি। যদি হারানো টাকা উদ্ধার না করা যায় তাহলে বেশ বড় ক্ষতি হয়ে যাবে প্রাক্তন মোহনবাগান তারকা।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর