জামিন না দিলে মাদক কাণ্ডে ফাঁসানো হবে! অনুব্রত মামলায় বিচারকের গোটা পরিবারকে হুমকি

বাংলাহান্ট ডেস্ক : এবার হুমকি সরাসরি বিচারপতিকেই। যত তাড়াতাড়ি সম্ভব জামিন দিতে হবে গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। আর তা না করলেই মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে পরিবারকে। এই রকম একটি হুমকি চিঠি পেলেন আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। যদিও কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

বিচারক চক্রবর্তী বিষয়টি কলকাতা হাই কোর্টের রেজিস্টারকে জানিয়েছেন। তবে এই হুমকির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন সিবিআই আদালতের বিচারক। তবে যহেতু বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আর্কষণ করেছেন তিনি।

কয়লা ও গরুপাচার দুটি মামলারই শুনানি চলছে আসানসোলের সিবিআই আদালতে। দুই মামলারি একাধিক প্রভাবশালী অভিযুক্তকে ওই আদালতে হাজির করা হচ্ছে। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকেও আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে হাজির করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

1661011128 anubratajpg

অপরদিকে, সুকন্যা মণ্ডলের নামে জমির খোঁজ মিলল বীরভূমে। মঙ্গলবার বোলপুরের জমি রেজিস্ট্রির অফিসে যান সিবিআই আধিকারিকেরা। সেখানে তল্লাশি করে সুকন্যার নামে জমির খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি করছে সিবিআই-এর।

এবার সিবিআইয়ের (CBI) নজরে বোলপুরের আরও এক রাইস মিলের মালিক রাজীব ভট্টাচার্য। এলাকায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। জানা যাচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে বসেছেন তিনি। আর এই বিষয়ে আরও তথ্যের জন্য তাঁর আর্থিক লেনদেন খতিয়ে দেখছে সিবিআই। এমনকি গরুপাচারের (Cow Smuggling Case) সঙ্গেও রাজীব ভট্টাচার্যের সরাসরি যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ফলে সিবিআই রাজীব ভট্টাচার্যকে নোটিস পাঠাতে চলেছে বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর