অন‍্য রকম মাদার্স ডে, করোনা যুদ্ধে একত্রে রক্তদান করে সাহায‍্য করলেন নীল-তৃণা

বাংলাহান্ট ডেস্ক: আজ, ৯ মে আন্তর্জাতিক মাতৃ দিবস (mothers day)। গোটা বিশ্বের সঙ্গে ভারতও উদযাপন করছে মায়েদের জন‍্য এই বিশেষ দিন। আজ সারাদিন সোশ‍্যাল মিডিয়ায় মা দের সঙ্গে ছবি শেয়ার করে মাদার্স ডের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। তবে নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহার (trina saha) ইনস্টাগ্রামে উঁকি দিয়ে দেখা গেল এক আলাদা ছবি।

মাতৃ দিবসটা বেশ অন‍্য রকম ভাবে কাটালেন নীল তৃণা। নব দম্পতি একসঙ্গে গিয়ে রক্তদান করলেন। বর্তমানে করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে তা সকলেই জানেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে বেড, রক্ত, অক্সিজেনের আকাল দেখা দিয়েছে।

IMG 20210509 214420
এমন অবস্থায় অনেক তারকাই এগিয়ে আসছেন রক্ত ও প্লাজমা দান করতে। সেই তালিকায় যুক্ত হল নীল ও তৃণার নাম। এদিন দুজন একত্রে রক্তদান করলেন। রক্তদানের পর একসঙ্গে ক‍্যামেরাবন্দিও হন দুজন। সেই ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নীল তৃণা।

https://www.instagram.com/p/COp-c8krjuD/?igshid=tmj7ij6v2oi1

ছবি শেয়ার করে নীল লিখেছেন, ‘রক্তদান অনেক জীবনই বাঁচাতে পারে। বিশ্ব মাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। শুভ মাতৃ দিবস।’ রক্তদানের ছবির পাশাপাশি মা ও শাশুড়ির একটি ছবিও শেয়ার করেছেন তৃণা। ক‍্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের দুই সেরা উপহার।’

https://www.instagram.com/p/COp-iGhh-SU/?igshid=y3kdp8afgjya

https://www.instagram.com/p/COpIA59Bnrv/?igshid=1ld36c0psp4e7

সবে দু মাস হয়েছে নীল তৃণার বিবাহিত জীবনের। দীর্ঘ ১১ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেছেন দুজন। বিয়ের পর নতুন জীবন, আলাদা বাড়ি হলেও মানুষগুলোর সঙ্গে আগে থেকেই পরিচিত তৃণা। পাশাপাশি বিয়ের পর রাজনীতিতেও পা রেখেছেন নীল তৃণা।

Niranjana Nag

সম্পর্কিত খবর