তৃণমূলের তারকা দম্পতি, বিয়ের পর প্রথম পুজোতে নীল-তৃণাকে বিশেষ উপহার মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মহালয়া আসতেও এখনো মাস খানেক বাকি। করোনা আবহে পুজোর জন‍্য প্রস্তুতি শুরু হচ্ছে কমিটি গুলিতে। অনেকেরই পুজোর শপিং এখনো শুরু পর্যন্ত হয়নি। এদিকে পুজোর প্রথম উপহার পেয়ে গেলেন নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) এবং তৃণা সাহা (trina saha)। তাও আবার একজন খুব স্পেশ‍্যাল মানুষের কাছ থেকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল তৃণা। সেই হিসাবে এটাই দুজনের বিয়ের পর প্রথম পুজো। স্বাভাবিক ভাবেই একটু স্পেশ‍্যাল তো হবেই। কিন্তু মহালয়ার আগেই যে এমন সারপ্রাইজ পাবেন তা হয়তো ভাবতেও পারেননি তারকা দম্পতি। সোমবার তাঁদের কাছে এসে পৌঁছায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (mamata banerjee) দেওয়া পুজোর উপহার।


বিশ্ব বাংলার তরফে নীলকে দেওয়া হয়েছে একটি সাদা পাঞ্জাবি এবং তৃণা পেয়েছেন কালোর উপ‍র বিভিন্ন রঙের কাজ করা একটি সুন্দর শাড়ি। পুজোর আগেই এমন সারপ্রাইজ পেয়ে আপ্লুত দুজনে। দুজনেই উপহারের ভিডিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন। তৃণা লিখেছেন, ‘পুজোর প্রথম উপহার পাওয়া সবসময়েই স্পেশ‍্যাল। বিশেষ করে সেটা যদি মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নিজে পাঠান। ধন‍্যবাদ দিদি আমাদের দিনটা আরো সুন্দর করে তোলার জন‍্য।’ অপরদিকে নীল লিখেছেন, ‘আমাদের পুজো বিশেষ করে তোলার জন‍্য প্রিয় দিদিকে অনেক ধন‍্যবাদ।’

বিয়ের এক মাস পর নির্বাচনের ঠিক আগে সবুজ শিবিরে যোগ দিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন এই তারকা জুটি। একসঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন নবদম্পতি নীল ও তৃণা। পার্থ চট্টোপাধ‍্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিতে দেখা গিয়েছিল তাঁদের। নীল জানিয়েছিলেন, যে মানুষটাকে দেখে তিনি বড় হয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন, তাঁর পাশে থাকতে পেরে তিনি আপ্লুত। নির্বাচনী প্রচার সারতেও দেখা গিয়েছিল নীল তৃণাকে।


ফেব্রুয়ারি দম্পতির বিয়ের দিন উপস্থিত ছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বিয়ের আগে আগে কনের সঙ্গে মুখ‍্যমন্ত্রীর ছবি ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। তখন থেকেই গুঞ্জন চলছিল হয়তো তৃণমূলে যোগ দিতে পারেন নীল তৃণা। পরে সেটাই সত‍্যি হল।

সম্পর্কিত খবর

X