দীর্ঘ ১১ বছরের প্রেমের পরিণতি বিয়েতে, ভালবাসার মাসে নিজেদের সম্পর্কের অদেখা ছবি শেয়ার নীল-তৃণার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বিয়ের মরশুমে টলিপাড়ার যতজন তারকা বিয়ের (wedding) পিঁড়িতে বসেছেন নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহা (trina saha) তাদের মধ‍্যে অন‍্যতম। দীর্ঘ প্রেম সম্পর্কের পর অবশেষে গত ৪ ঠা ফেব্রুয়ারি শুভ পরিণয় সম্পন্ন হয় ‘তৃনীল’ জুটির। অনুরাগীদের শুভেচ্ছা বন‍্যায় ভেসে গিয়েছেন দুজনে।

প্রাক বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের পরবর্তী আচার অনুষ্ঠান, নীল তৃণার নব বিবাহিত জীবন নিয়ে উত্তেজনার অন্ত নেই নেটিজেনদের। গতকাল বৌভাতের দিন জুটির ভাত কাপড় অনুষ্ঠানের ছবি ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। এমনকি ফুলশয‍্যার রাতের কিছু ছবিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।


তৃণার প্রেমে মাতোয়ারা হয়েই সাত পাকে বাঁধা পড়েছিলেন নীল। বিয়ের পরে সেই ভালবাসা কমে তো নিই উলটে যে আরো বেড়ে গিয়েছে তা বলাই বাহুল‍্য। সম্প্রতি দুজনে একসঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। ২০১০ থেকে ২০২১ দীর্ঘ ১১ বছরের প্রেম জীবন ও তারপর বিয়ে, এই লম্বা জার্নির কিছু কিছু মুহূর্তের ছবি কোলাজ বন্দি করে অনুরাগীদের জন‍্য শেয়ার করেছেন নীল তৃণা।

https://www.instagram.com/p/CK8FFYchMwM/?igshid=4w70egircgz0

জুটির পুরনো ছবি দেখে চেনাই যাবে না প্রথমে। সময়ের সঙ্গে সঙ্গে লুক বদলালেও একে অপরের প্রতি ভালবাসাটা একই রকম রয়ে গিয়েছে নীল তৃণার। আর তার পরিণতিই পেয়েছে গত ৪ঠা ফেব্রুয়ারি। ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে।

তৃণার সঙ্গে নীলের আলাপ হয় ২০১১ সালে। সে বছর ফ্রেন্ডশিপ ডের দিন একটি ডিস্কো পাবে ডেটে যান দুজন। তবে সেই সময় তাঁরা দুজন শুধুই ভাল বন্ধু ছিলেন। প্রেমের শুরু অনেক পরে। নীল তৃণা সাক্ষাৎকারে জানান, ২০১৬ সালে তাঁরা বুঝতে পারেন একে অপরের প্রতি দুর্বলতার কথা। এমনকি নীলের জন্মদিনে তৃণাই নাকি প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিলেন।

সেই থেকে শুরু দুজনের প্রেমকাহিনি। বিদেশেও দুজনে একসঙ্গেই ঘুরে এসেছেন। সেসব ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুই তারকা। নীল জানান, একবার নাকি তাঁকে সারপ্রাইজ দিতে থাইল‍্যান্ডও পৌঁছে যান তৃণা। তবে হানিমুনের জন‍্য গ্রীসই পছন্দ বলে জানান নীল তৃণা।

X