সানাই বাজতে বাকি আর ৩০ দিন, হবু বর নীলের চুমু খেয়ে লজ্জায় লাল তৃণা, তুমুল ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: হাতে আর বেশি সময় নেই একেবারেই। চলতি বছরের শুরুতেই বিয়ের (wedding) পিঁড়িতে বসতে চলেছেন তৃণা সাহা। পাত্র দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্য্য (neel bhattacharya)। আর অপেক্ষা মাত্র ৩০ দিনের। কিছুদিন আগেই বান্ধবীদের নিয়ে ব‍্যাচেলরেট পার্টি সেরেছেন অভিনেত্রী।

এবার প্রি ওয়েডিং ফটোশুটও (pre wedding photoshoot) শুরু করে দিলেন তৃণা ও নীল। একটি নতুন ছবি (photo) শেয়ার করেছেন দুজনেই। ছবিতে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন তাঁরা। হবু স্ত্রী তৃণার গালে গভীর চুম্বন করছেন নীল। নিজেদের ‘ম‍্যান অ্যান্ড ওয়াইফ’ বলে পরিচয় দিয়েছেন অভিনেত্রী।

IMG 20210104 195808
প্রসঙ্গত, নতুন বছরের শুরুটাও নীলের সঙ্গেই করেছেন তৃণা। ভরা পার্টির মাঝে নীলের গালে চুম্বন করেই ২০২১ এ পা রাখেন তিনি। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি বুমেরাং ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, নাইট ক্লাবে তুমুল পার্টির মধ‍্যেই নীলের গালে চুম্বন করছেন তৃণা। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

সম্প্রতি আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছিলেন তৃণা। এদিন তৃণার আইবুড়ো ভাতের মেনুতে ছিল ভাত, ছয় রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া, পনির, চাটনি, পায়েস, মিষ্টি। নীল শাড়ি ও গোলাপি ব্লাউজে সেজে আইবুড়ো ভাত খেতে বসেন তৃণা। এই ছবিগুলিও নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি।

IMG 20210104 195907
আগামী ৯ জানুয়ারি সঙ্গীত অনুষ্ঠান নীল ও তৃণার। সেই অনুষ্ঠানে নাচার জন‍্য জোর কদমে প্র‍্যাকটিস শুরু করে দিয়েছেন দুজনেই। জানা গিয়েছে, বলিউডি কায়দাতেই রুফটপ লাউঞ্জে হবে সঙ্গীত। তৃণার সিরিয়াল খড়কুটো ও নীলের সিরিয়াল কৃষ্ণকলি দুই টিমই পারফর্ম করবে সেদিন। এইদিনই হচ্ছে নীল তৃণার এনগেজমেন্টও। এমনটাই জানিয়েছেন তৃণা সাহা।

তবে বিয়েটা একেবারেই বাঙালি কায়দাতেই হতে চলেছে। ৩রা ফেব্রুয়ারি দুজনের আইবুড়োভাত পর্ব‌ সেই সঙ্গে তৃণার মেহেন্দি অনুষ্ঠান। এইদিন অরিত্র বন্দ‍্যোপাধ‍্যায়ের পারফরম‍্যান্সও থাকবে বলে জানা গিয়েছে। মেহেন্দি ও সঙ্গীতে ইন্দো ওয়েস্টার্ন সাজে সাজতে চলেছেন তৃণা।

Niranjana Nag

সম্পর্কিত খবর