প্রথম জামাইষষ্ঠী, তারকা জামাই নীলের জন‍্য এলাহি আয়োজন করলেন শাশুড়ি মা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী (jamaishoshthi) নীল ভট্টাচার্য্যের (neel bhattacharya)। কাজেই একটা বিশেষ ব‍্যাপার যে থাকবেই তা বলা বাহুল‍্য। এলাহি খাবারের মেনু থেকে শুরু করে জামাইষষ্ঠীর বিশেষ উপহার, তারকা জামাইয়ের জন‍্য ঢালাও বন্দোবস্ত করেছেন তৃণা সাহার (trina saha) মা সবিতা সাহা।

অতিমারির সময়, তার উপর আবার রাজ‍্যে বিধি নিষেধ চলছে বেশ কিছুদিন ধরে। তৃণার দিদাও অসুস্থ। তাই আর ধুমধাম করে হয়নি অনুষ্ঠান। তবে মেয়ে জামাইয়ের প্রথম জামাইষষ্ঠী বলে কথা। তাই সবদিক মাথায় রেখেই আয়োজন করেছেন সবিতা দেবী। নীলের পছন্দ মতো খাবার দিয়েই সাজিয়েছেন জামাইষষ্ঠী স্পেশ‍্যাল মেনু।


কী কী আছে সেই মেনুতে? নীলের প্রিয় পোলাও খাসির মাংস তো রয়েছেই। এছাড়াও রয়েছে ফিস ফ্রাই, মাছের কালিয়া, ভেটকি পাতুরি, চাটনি এবং রাবড়ি। দারুন ভূরিভোজের পাশাপাশি জামাইকে মোবাইল ফোনও উপহার দিয়েছেন তৃণার মা। অপরদিকে শাশুড়ির জন‍্য অনলাইনে একটি সুন্দর শাড়ি কিনেছেন নীল।

https://www.instagram.com/p/CQLGkAvBnAU/?utm_medium=copy_link

এখানেই শেষ নয়। তারকা মেয়ে জামাইয়ের জন‍্য সারপ্রাইজ গিফটেরও ব‍্যবস্থা করেছেন তৃণার মা। তাঁর কথায়, নীল খুবই ভাল জামাই। মনটাও তাঁর খুব নরম। অন‍্যদিকে মেয়েও হীরের টুকরো। তাই দুজনের জন‍্যই বিশেষ কিছু উপহার সাজিয়ে রেখেছেন সবিতা দেবী। অপরদিকে এদিন থেকে ফ্লোরে শুটিং শুরু হওয়ায় নীল তৃণা দুজনকেই বেরিয়ে যেতে হয়েছে শুটিংয়ে। তবে শুট সেরে রাতে যে দুজনে তৃণার বাড়িতে একবার ঢুঁ মারবেনই তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পর্কিত খবর

X