বিবাহিত নীলের শার্ট ধরে টান, সবার সামনেই মাথায় গাঁট্টা খেলেন তিয়াশা! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে তিন বছর হতে চলল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’র (krishnakali)। ২০১৮ তে শুরু হয়েছিল এই ধারাবাহিক। যত দিন গিয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে সিরিয়ালটির জনপ্রিয়তা। সেই সঙ্গে নিখিল শ‍্যামার জুটিও হয়ে উঠেছে সুপারহিট। এখন নিখিল (nikhil) শ‍্যামার (shyama) বয়স হয়েছে। মেয়ে কৃষ্ণার বিয়েও হয়ে গিয়েছে। কিন্তু দুজনের সম্পর্কে রসায়ন এতটুকুও ফিকে হয়নি।

কৃষ্ণা অনিরুদ্ধর নতুন নতুন প্রেমের থেকে এখনো নিখিল শ‍্যামার পুরনো প্রেমই বেশি জনপ্রিয়। দর্শকদের মতেও তাঁরা সেরা জুটি। কিন্তু সম্প্রতি একটি ভাইরাল ভিডিও দেখে নিখিল শ‍্যামার রসায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে নেটিজেনদের মনে। প্রকাশ‍্য রাস্তাতেই শ‍্যামার মাথায় মারতে দেখা গিয়েছে নিখিলকে!

আসলে ভিডিওতে দেখা যায় নিজের প্রিয় লাল শার্ট পরে রাস্তায় হাঁটছেন নিখিল। এমন সময় শ‍্যামা এসে স্বামীর কলার ধরে তাঁকে নিজের কাছে টানতেই হাত ছাড়িয়ে নিখিল বলে ওঠেন, ‘এটা ব্র‍্যান্ডেড শার্ট। ছিঁড়ে গেলে মার খেতে হবে।’ এরপরেই শ‍্যামার মাথায় মারতে দেখা যায় নিখিলকে। হঠাৎ এমন আচরণে হতভম্ব হয়ে যান শ‍্যামা।

চমকে গেলেন তো? আসলে পুরোটাই মজার ছলে বানানো একটি ভিডিও। নীল ও তিয়াশা দুজনেই মজা করে অভিনয় করেছেন ভিডিওটিতে। নীলের একটি ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। দুজনের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেট নাগরিকরাও।

https://www.instagram.com/p/COhCEafhv55/?igshid=zxjbpthwsmg0

২০১৮র জুনের পথচলা শুরু করেছিল কৃষ্ণকলি। গ্রামের মেয়ে শ‍্যামা ও শহরের ধনী ব‍্যবসায়ী পরিবারের ছেলে নিখিলের প্রেমকাহিনি তুমুল জনপ্রিয় হয় সিরিয়ালপ্রেমীদের মধ‍্যে।
শ‍্যামার অসাধারন গানের গলা। কিন্তু ভাগ‍্যের পরিহাসে গুরুমার মেয়ে রাধারানীর জন‍্য নিজের কণ্ঠ দিতে হয় তাঁকে। এক ষড়যন্ত্রের শিকাল হয়ে নিখিলের স্ত্রী হয়ে চৌধুরী পরিবারে পা রাখে শ‍্যামা। প্রথমে তাঁর কালো গায়ের রঙের জন‍্য শাশুড়ির চক্ষুশূল হলেও ধীরে ধীরে সবার মন জয় করে নেয় শ‍্যামা।

এখন রাধারানীর জায়ের ছেলে অনিরুদ্ধর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে নিখির শ‍্যামার মেয়ে কৃষ্ণার। কিন্তু রাধারানী ষড়যন্ত্র করে কৃষ্ণার গান গাওয়া আটকাতে চায়। এমনকি অনিরুদ্ধকেও মেরে ফেলার ষড়যন্ত্র করে। এমন অবস্থায় মেয়ে জামাইকে কিভাবে রক্ষা করবে নিখিল শ‍্যামা, সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে দর্শকরা।

সম্পর্কিত খবর

X