চাঁদা তুলে পুজো-ফিস্টি, একাধিক বান্ধবীর সঙ্গে প্রেম! ছোটবেলার সরস্বতী পুজো মিস করেন নীল

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার সবথেকে জনপ্রিয় মুখগুলির মধ‍্যে অন‍্যতম নীল ভট্টাচার্য (neel bhattacharya)। মূলত ‘কৃষ্ণকলি’ তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে তোলে। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ‍্যে খ‍্যাতির দিক দিয়ে এগিয়ে রয়েছেন নীল। অভিনয় থেকে ব‍্যক্তি জীবন, দুটো নিয়েই অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। আর নীলও বরাবর জনসমক্ষেই রেখেছেন তাঁর ব‍্যক্তিগত জীবনের হাল হকিকত।

আজ সরস্বতী পুজো। বাঙালির কাছে আবার প্রেম দিবসও বটে। গত বছর ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল ও তৃণা। অদ্ভূত ভাবে এবার সরস্বতী পুজোর ঠিক আগের দিন পড়েছে তাঁদের বিবাহ বার্ষিকী। তৃণা ও কয়েকজন বন্ধুবান্ধবদের নিয়ে হুগলীতে বিয়ের প্রথম বর্ষপূর্তি সেলিব্রেশনে মেতে রয়েছেন নীল।

IMG 20220205 154258
কিন্তু সরস্বতী পুজোয় তাঁর মন পাড়ি দিয়েছে ছোটবেলায়। আজকের জনপ্রিয় অভিনেতা নীলের ছোটবেলায় সরস্বতী পুজো কেমন ছিল? টিভি নাইন বাংলাকে নিজেই তিনি জানিয়েছেন সে কথা। এখন আরবানা আবাসনে থাকলেও নীলের ছোটবেলা কেটেছে কসবায়। একটা বাচ্চাদের দল ছিল তাঁর।

পাড়াতুতো বন্ধুবান্ধবদের নিয়ে প্রত‍্যেক সরস্বতী পুজোয় চাঁদা তুলতে যেতেন অভিনেতা।
কিন্তু ছোট বলে খুব বেশি পাত্তা পেতেন না তাঁরা। একটা অঙ্ক বললে চাঁদা আসত আরেকটা অঙ্কের। বাধ‍্য হয়ে তখন অনুনয় বিনয়। অনেকে আবার সরস্বতীর বানানও জিজ্ঞাসা করতেন। নীল জানান, তিনি হিন্দি মিডিয়ামের ছাত্র ছিলেন তাই হিন্দিতে সরস্বতীর বানান বলতেন। বাজেট তখন বেশি ছিল না। কিন্তু সেই টাকা দিয়েই বানানো হত প‍্যান্ডেল, কেনা হত প্রতিমা।

নীল নিজেই হতেন পুরোহিত। পুজো সেরে রাতে বন্ধুরা মিলে জমিয়ে ফিস্টি। কিন্তু সেসব এখন হারিয়ে গিয়েছে। বিলাসবহুল আবাসনে নিয়মানুবর্তিতার মাঝে আগের আনন্দটা আর খুঁজে পান না নীল। বাঙালির সরস্বতী পুজো তো শুধুই পুজো নয়। এই দিনটার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে প্রেম। তরুণ বয়সে প্রেমিকা বা পছন্দের মানুষকে প্রথম বার শাড়িতে দেখার উত্তেজনাটা আলাদাই!

নীল জানান, ছোটবেলার পড়ার টিউশনে আমন্ত্রণ থাকত সরস্বতী পুজোয়। মেয়েরা এই একটা দিন সেজেগুজে আসত। একসঙ্গে আড্ডার পাশাপাশি চলত প্রেমও। এখন তৃণাকে জীবনসঙ্গিনী করলেও আগে নাকি একাধিক গার্লফ্রেন্ড ছিল নীলের। সব মিলিয়ে সরস্বতী পুজো জমে ক্ষীর!

Niranjana Nag

সম্পর্কিত খবর