নিখিল এবার অভিমন‍্যু, এক সঙ্গে দু দুটি সিরিয়ালে লিড চরিত্র নিয়ে ইতিহাস লিখলেন নীল ভট্টাচার্য্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন অভিনেতা নীল ভট্টাচার্য্য (neel bhattacharya)। দীর্ঘ তিন বছর ধরে চলতে থাকা সিরিয়াল ‘কৃষ্ণকলি’র লিড চরিত্রে তিনি নিখিল। এই তিন বছরেও টিআরপি তালিকার এক থেকে দশের মধ‍্যের স্থান থেকে নড়ানো যায়নি কৃষ্ণকলি। নীলের অভিনয় তথা নিখিল শ‍্যামার জমাটি রসায়ন এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক‍রেছে।

এবার নতুন সিরিয়ালের দিকে পা বাড়ালেন নীল। জি বাংলায় নতুন শুরু হতে চলা ‘উমা’ সিরিয়ালের লিড চরিত্রে দেখা যাবে তাঁকে, এমন খবর আগেই জানানো হয়েছিল। সেই সঙ্গে গুঞ্জন রটেছিল কৃষ্ণকলি সম্ভবত এবার শেষের পথে। কারণ নিখিল যদি কাহিনি থেকে বিদায় নেন তবে তা টেনে নিয়ে যাওয়া সম্ভবপর হবে না। কিন্তু সে সময় এই বিষয়ে কোনো উত্তরই দিতে চাননি নীল। শেষমেষ মুখ খুললেন তিনি।


অভিনেতা দর্শকদের আশ্বস্ত করে জানিয়েছেন, উমা শুরু হচ্ছে ঠিকই। কানাঘুঁষোও সত‍্যি, অর্থাৎ উমার পুরুষ লিড চরিত্রে দেখা যাবে নীলকেই। এখানে তিনি ‘অভিমন‍্যু’। কিন্তু কৃষ্ণকলি শেষ হচ্ছে না এখনি। নীল সেখানে নিখিল হিসেবেই থাকবেন। আর এমন ঘটনা টেলিভিশনের ইতিহাসে এই প্রথম। এর আগে কোনো অভিনেতাই একসঙ্গে দুটি সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করেননি। যে অসম্ভবকে সম্ভব করতে চলেছেন নীল।

স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত অভিনেতা। নীল জানালেন, নিখিল ও অভিমন‍্যু দুটি চরিত্র একেবারে অন‍্যরকম। অভিমন‍্যু একজন সফটওয়‍্যার ইঞ্জিনিয়ার। কিন্তু সমাজসেবাই তাঁর ধ‍্যানজ্ঞান। উমার সঙ্গে দেখা হয় তাঁর, তারপর প্রেম। উমার ক্রিকেটার হওয়ার স্বপ্নে পাশে থাকতে পারবে অভিমন‍্যু? সেই গল্পই উঠে আসবে নতুন সিরিয়ালে। নীল আশাবাদী, নিখিল যেমন দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল, তেমন অভিমন‍্যুও পারবে।

নীল আরো জানান চলতি সপ্তাহেই উমার শুটিং শুরু হতে চলেছে। কৃষ্ণকলি এবং উমা দুই সিরিয়ালেরই প্রযোজনার দায়িত্বে রয়েছে সুশান্ত দাসের টেন্ট সিনেমা। অপরদিকে কিছুদিনের জন‍্য কৃষ্ণকলিতে নিখিলের দেখা না মিললেও খুব শীঘ্রই নতুন চমক নিয়ে ফিরবে নিখিল।

X