জি এর সুপারহিট নিখিল-শ‍্যামা এবার জলসায়, প্রকাশ‍্যে নীল-তিয়াশার নতুন সিরিয়ালের প্রথম প্রোমো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘কৃষ্ণকলি’কে (Krishnakali) এত তাড়াতাড়ি কেউ ভুলতে পারেননি নিশ্চয়ই? এক শ‍্যামবর্ণা মেয়ের সঙ্গে ফর্সা ছেলের বিয়ের গল্প উঠে এসেছিল সেখানে। শ‍্যামার গায়িকা হিসাবে পরিচয় তৈরি করতে পাশে দাঁড়িয়েছিল নিখিল। এবার ফের সেই একই স্বাদের গল্প দেখা গেল স্টার জলসায়। প্রকাশ‍্যে ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের প্রথম ঝ‍লক।

জল্পনা সত‍্যি করে ফের নতুন সিরিয়ালে নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) তিয়াশা লেপচা (Tiyasha Lepcha) জুটি। তবে এখানে তিয়াশা গায়িকা নন, একটি স্কুলের শিক্ষিকা। বাংলা মিডিয়ামে পড়া তিয়াশা একটি গ্রামের স্কুলেই বাচ্চাদের পড়ায়। নিজেও সে বাংলা মিডিয়ামেই পড়েছে। হঠাৎ একদিন শহরের একটি নামজাদা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর সুযোগ পান তিনি। ওই স্কুলেরই মালিক নীল।


কৃষ্ণকলির মতোই গ্রামের মেয়ে শহরের ছেলের গল্প নিয়ে আসছে ‘বাংলা মিডিয়াম’। দুই মাধ‍্যমের স্কুলের মধ‍্যে চিরন্তন ঝগড়ার মাঝে কীভাবে প্রেমের ফুল ফোটে সেটাই দেখা যাবে সিরিয়ালে। কৃষ্ণকলি হিট হওয়ার পর বাংলা মিডিয়ামে কতটা দর্শকদের মন জয় করতে পারেন নীল তিয়াশা জুটি সেটাই দেখার অপেক্ষা।

অনেকদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, নীল তিয়াশা মিলে ফিরিয়ে আনবেন নিখিল শ‍্যামা জুটির স্মৃতি। ‘কৃষ্ণকলি’র হাত ধরে জনপ্রিয়তা পেয়েও চ‍্যানেল বদলেছেন তিয়াশা। অন‍্যদিকে শেষ হয়ে গিয়েছে নীল ভট্টাচার্যের সিরিয়াল ‘উমা’। এরপর তিনিও পাততাড়ি গুটিয়ে চলে এসেছেন জলসায়।

একটি চ‍্যানেলের জনপ্রিয় জুটির সিরিয়াল শেষ হলে চ‍্যানেল বদলাতে আগেও দেখা গিয়েছে। সাম্প্রতিক উদাহরণ, স্টারের রাজা মাম্পি অর্থাৎ রাহুল রুক্মা জুটিকে এখন দেখা যাচ্ছে জি তে। এর আগেও ‘রাশি’র নায়ক নায়িকা জুটি চ‍্যানেল বদলেছিলেন।

‘অপু’ সুস্মিতা চ‍্যানেল বদলে কপাল চাপড়েছেন। কোনোবারই দ্বিতীয় বারের জন‍্য জনপ্রিয়তা পায়নি এই অভিনেতা অভিনেত্রীরা। তাই নীল তিয়াশা জুটির জন‍্য অনেক আশা থাকলেও চিন্তাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরনো জুটি নতুন রূপে মন জিততে পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

X