বাংলাহান্ট ডেস্ক: শেষ হল দীর্ঘদিনের গানের লড়াই। অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় গানের রিয়েলিটি শো (Reality Show) সা রে গা মা পার (Sa Re Ga Ma Pa) গ্র্যান্ড ফিনালে। বিজয়ীর পুরস্কার উঠল এক বাঙালির হাতেই। বাকি প্রতিযোগীদের টেক্কা দিয়ে সেরার শিরোপা পেলেন বাংলার মেয়ে নীলাঞ্জনা রায় (Neelanjana Ray)।
রবিবার ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছিল সা রে গা মা পার গ্র্যান্ড ফিনালে। এটা রিয়েলিটি শো টির ত্রিশ তম সিজন। প্রথম থেকেই শোতে ছিল বাংলা ও বাঙালির জয়জয়কার। স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন্যা চক্রবর্তী, কিঞ্জল চট্টোপাধ্যায়রা মুগ্ধ করেছিল তাঁদের গায়কী দিয়ে। কিন্তু শেষ পর্যত প্রতিযোগিতায় টিকে থাকেন নীলাঞ্জনা এবং রাজশ্রী।
অন্তিম পর্বেও টক্কর হয় বাংলার এই দুই প্রতিযোগীর। কিন্তু শেষ হাসি হাসলেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনাই। দ্বিতীয় স্থানে লড়াই শেষ করলেন হুগলীর রাজশ্রী বাগ এবং তৃতীয় স্থানে শরৎ শর্মা। স্বপ্নপূরণের কাছাকাছি এসেও প্রতিযোগিতা থেকে ছিটকে যান অনন্যা ও স্নিগ্ধজিৎ।
দীর্ঘ ২০ সপ্তাহ পরে বিজয়ীর ট্রোফি উঠল নীলাঞ্জনার হাতে। এছাড়াও পুরস্কার হিসাবে তিনি পেলেন নগদ ১০ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে থাকা রাজশ্রী ও তৃতীয় স্থানের শরৎ পেলেন যথাক্রমে ৫ লক্ষ ও তিন লক্ষ টাকা। এ বারের সিজনে বিচারকের আসনে ছিলেন শঙ্কর মহাদেবন, হিমেশ রেশমিয়া এবং বিশাল ডাডলানি। গ্র্যান্ড ফিনালেতে অতিথি হয়ে এসেছিলেন উদিত নারায়ণ এবং শিল্পা রাও।
https://www.instagram.com/p/CayPQQgh8HQ/?utm_medium=copy_link
সেরার পুরস্কার হাতে ছবি পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন, ‘আপনাদের আশীর্বাদ ভালবাসা ও সমর্থন ছাড়া এটা সম্ভবপর ছিল না। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই এই সফরটাকে স্মরণীয় করে তোলার জন্য। আমার দর্শক, শুভাকাঙ্খী, সমালোচক, আমার গুরু, বাবা মা, পরিবার সকলকে ধন্যবাদ। আমার টিম যাদের ছাড়া এই সফরটা সম্ভব হত না, তাদেরকেও ধন্যবাদ।’
উল্লেখ্য, এর আগেও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন নীলাঞ্জনা। ২০১৭ তে ‘দ্য ভয়েস ইন্ডিয়া কিডস সিজন ২’তে দ্বিতীয় স্থান গ্রহণ করেছিলেন তিনি। এরপর ২০১৮ তে ইন্ডিয়ান আইডলের দশম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেও বিজয়ী হতে পারেননি তিনি। তৃতীয় স্থানেই খুশি থাকতে হয়েছিল তাঁকে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা