টিভির পর্দায় মহাপুরুষদের অপমান! ‘নিম ফুলের মধু’র নয়া প্রোমো দেখে ক্ষুব্ধ দর্শক

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলার (Zee Bangla) একটি চর্চিত ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। অভিনেত্রী পল্লবী শর্মার (Pallavi Sharma) কারণে ধারাবাহিকটির গুণমান বেড়েছে বেশ অনেকখানি। আর শুরুর দিন থেকেই দর্শকদের চর্চার কেন্দ্রে এই ধারাবাহিক। স্বাভাবিক ভাবেই TRP তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে সেটি। কিন্তু হালফিলে ধারাবাহিকটির অপর জনগণের তুমুল আক্রোশ গড়ে ওঠেছে।

জনগণের দারুণ ক্ষেপে যাওযার পিছনে অবশ্য যোগ্য কারণ রয়েছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন নিশ্চয়ই যে, আপাতত সৃজন-পর্ণার ডিভোর্সকে ঘিরে গল্প আবর্তিত হচ্ছে। এদিকে পর্ণা বিচ্ছেদ চায় না। কিন্তু গল্পের নায়ক পর্ণাকে ভুল বোঝে আর মায়ের কথা মেনে নায়িকাকে ডিভোর্স দেবে বলে ঠিক করে।

নায়িকা তার সংসার টিকিয়ে রাখতে বহু চেষ্টা করে। কিন্তু পর্ণা কোনোভাবেই ডিভোর্স আটকাতে পারেনা। অবশেষে কি করবে বুঝতে না পেরে শেষমেষ খোরপোষ বাবদ থেকে ১০ লাখ টাকা দাবী করে সৃজনের থেকে। কিন্তু এই কথা আরোই সমস্যা তৈরি করে। ঈশা এন্ট্রি নেয় সৃজনের জীবনে। ঈশাই মূলত টাকা জোগাড় করে পর্ণাকে তাড়ানোর জন্য।

আরও পড়ুন : বহুবছর পর আবারও ছোটপর্দায়, এবার জি বাংলার হাত ধরে কামব্যাক করছেন এই তারকা জুটি

সেসময় বাড়ি ছেড়ে চলে গেলেও পরে বেশ এক মহাজ্ঞানী উকিলকে নিয়োগ করে ডিভোর্স আটকাতে। এরপর পর্ণাকে হাজারো লাঞ্ছনা, গাল মন্দ খেতে হয় শ্বশুরবাড়িতে এসে। অত্যাচারের পরই গল্পের নায়িকা ধারাবাহিকের একটি দৃশ্যে হ্যালুসিনেট করে। সেখানে আবার দেখতে পায় মহা জ্ঞ্যানিগুণীদের। দেখে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে। নেতাজি আবার পর্ণাকে স্যালুটও করে বসেন।

আরও পড়ুন : ‘মোদী আমাদের পাপ ধুয়ে দিচ্ছে’, মমতাকে তোপ দেগে জন্মদিনে বড় মন্তব্য ভিক্টর ব্যানার্জির

rabindranath tagore and netaji subhas chandra bose in neem phooler madhu 1500x785.jpg

এহেন গল্পের গরু গাছে চড়ে টাইপের গল্পের কারণে দর্শক ভারী ক্ষুব্ধ। যেহেতু পর্ণা নিজের অধিকার আদায় করেই ছাড়ে সেই কারণেই নাকি নেতাজি পর্যন্ত তাকে স্যালুট করে। এটাই ‘নিম ফুলের মধু’র নির্মাতাদের ওপর বিষোদগার করতে থাকেন দর্শকেরা। কেও কেও তো লিখেই দিয়েছেন যে, নির্মাতারা নির্লজ্জতার সীমা অতিক্রম করে গিয়েছেন। TRP এর লোভে এমন দৃশ্য করা থেকে বিরত থাকতেই উপদেশ দিয়েছেন বহু মানুষ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর