‘মোটা’ বলে কটাক্ষ! নিজের অভিনয় গুণেই আজ দর্শকদের মন জিতেছেন ‘নিম ফুলের মধু’র কৃষ্ণা

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দজ্জাল শ্বাশুড়িদের কথা উঠলে প্রথমেই মনেআসে একজনেরই নাম তিনি হলেন জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের কৃষ্ণা অভিনেত্রী অরিজিতা মুখ্যোপাধ্যায় (Arijita Mukherjee)। গোটা দত্ত বাড়িটাই তাকে ছাড়া একেবারে খাঁ খাঁ করে। পর্দায় কৃষ্ণা-পর্ণার টক-ঝাল-মিষ্টি শ্বাশুড়ি-বৌমার সম্পর্ক দেখতে দারুন পছন্দ করেন দর্শক।

‘মোটা’ বলে কটাক্ষের শিকার ‘কৃষ্ণা’ অরিজিতা (Arijita Mukherjee)

এই কৃষ্ণার চরিত্রে অভিনয় করার আগেও অরিজিতা (Arijita Mukherjee) অভিনয় করেছেন একাধিক বাংলা সিরিয়ালে। কিন্তু আজ পর্যন্ত নিম ফুলের মধু সিরিয়ালের কৃষ্ণা চরিত্রের মতো জনপ্রিয়তা তাঁকে দিতে পারেনি অন্য কোনো চরিত্রই। অরিজিতা (Arijita Mukherjee) এখন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হলেও, আসলে তিনি একজন মঞ্চ অভিনেত্রী।

থিয়েটারের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি তাঁর। একটা সময় সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল হয়েছিল তার বলা ‘বাবু’ ডাক। পর্দায় তিনি দজ্জাল শ্বাশুড়ির ভূমিকার অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা পেলিও  বাস্তব জীবনে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে বেজায় সমস্যায় পড়তে হয় অভিনেত্রীকে।

আরও পড়ুন : ‘জীবনসাথী’র পর নতুন রূপে ফিরছেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকের প্রধান নায়ক সায়ন

অনেকেই মনে করেন, সিরিয়ালের কৃষ্ণার মতোই বাস্তবেও কু-বুদ্ধি নিয়ে চলে অরিজিতা। তার জন্য তাঁকে  দেখে রাস্তাঘাটে অনেকে তেড়েও আসেন। কেউ কেউ আবার মুখ ফিরিয়ে নিয়ে বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে যান। তবে একজন দক্ষ অভিনেত্রীর কাছে এটাই বড় পাওনা। নিজের অভিনয় গুণেই  আজকের এই জনপ্রিয়তা অর্জন করেছেন অরিজিতা।

Arijita

কিন্তু একটা সময় নিজের চেহারার জন্য ব্যাপক বডি শেমিংয়ের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি সহ অভিনেতারাও অরিজিতাকে নিয়ে তাঁর সামনেই কটাক্ষ করতে দুবার ভাবতেন না। শুধু তাই নয় ‘তথাতকথিত সুন্দরী’ এবং নায়িকা সুলভ চেহারা না থাকায় একসময় একাধিক চরিত্র থেকেও বাদ দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। এমনকি জুটেছিল ‘বড়সড় দেখতে’ তকমা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর