‘নীম ফুলের মধু’র তিন্নি ফিরছেন নতুন রূপে! এবার নায়িকা নাকি খলনায়িকা হচ্ছেন নবনীতা?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন নবনীতা মালাকার (Nabanita Malakar)। শুরুটা হয়েছিল প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেই। নবনীতা (Nabanita Malakar)অভিনীত হিট মেগার তালিকায় রয়েছে ‘এই ছেলেটা ভেলভেলেটা’ কিংবা ‘আপনজন’-এর মতো ধারাবাহিক।

‘নীম ফুলের মধু’র তিন্নি নবনীতা (Nabanita Malakar) ফিরছেন নতুন রূপে

শুরুতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার পর মাঝে বেশ অনেকদিন হাতে কোন কাজ ছিল না নবনীতার (Nabanita Malakar)। অবশেষে বিরতি কাটিয়ে খলনায়িকার হয়েই কামব্যাক করেন তিনি।  জি বাংলার সুপারহিট বাংলা সিরিয়াল ‘নিম ফুলের মধু’তে খলনায়িকা, তিন্নির চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি।

পর্দায় তিন্নির  চরিত্রের নবনীতার অভিনয় কিংবা গা জ্বালানোর সংলাপ শুনে গায়ে জ্বালা ধরে যেত দর্শকদের। যদিও অনেকদিন আগেই এই সিরিয়ালে নবনীতার অভিনয়ের পাঠ চুকে গিয়েছে। তবে আজও তার অভিনীত তিন্নি চরিত্রটি মনে রেখেছেন দর্শক। তাই এখনও রাস্তাঘাটে তাঁকে দেখলে তিন্নি  বলেই ডাকেন দর্শক।

আরও পড়ুন : একটা ছোট্ট ভুল! তাতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড জি বাংলার ‘ফুলকি’

নিম ফুলের মধুতে তিন্নির চরিত্রটি শেষ হওয়ার পর নবনীতাকে দেখা গিয়েছিল সান বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘রূপসাগরের মনের মানুষ’-এ। তবে এরপর বহুদিন ছোট পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। যদিও মাঝে বেশ কিছুদিন ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছিলেন নবনীতা। তবে এবার দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আরও একবার ছোট পর্দায় ফিরছেন নিম ফুলের মধুর খলনায়িকা তিন্নি।

সদ্য প্রকাশ্যে এসেছে স্টার জলসার সুপারহিট মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো। সেখানেই নায়ক সূর্যের জীবনে নতুন নায়িকা হিসাবে দেখা গিয়েছে তিন্নি অভিনেত্রী নবনীতাকে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিয়ালে খলনায়িকা হয়ে এন্ট্রি নেবেন তিনি।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X