সিরিয়ালে উকিল কিংবা সাংবাদিক! বাস্তবে কতদূর পড়াশোনা করেছেন ‘পর্ণা’ পল্লবী শর্মা?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। দীর্ঘদিনের অভিনয় জীবনে মাত্র দুটো সিরিয়ালে অভিনয় করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি। এই মুহূর্তে পল্লবীকে (Pallavi Sharma) দেখা যাচ্ছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে সাংবাদিক আলোকপর্ণা ওরফে পর্ণার চরিত্রে। এর আগে স্টার জলসার সুপারহিট বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’-এ জবা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের দাগ কেটেছিলেন অভিনেত্রী (Pallavi Sharma)।

বাস্তবে কতদূর পড়াশোনা করেছেন ‘পর্ণা’ পল্লবী শর্মা (Pallavi Sharma)?

এই সিরিয়ালে দর্শকরা তাঁকে উকিলের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। গল্পের খাতিরে মাঝেমধ্যেই বিভিন্ন অবতারে দেখা যায় এই অভিনেত্রীকে।  কখনও সাংবাদিক কখনও উকিল আবার কখনও একেবারেই ঘোর সংসারী। কিন্তু অনুরাগীরা জানতে চান বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী বাস্তব জীবনে কতদূর পড়াশোনা করেছেন?

বিভিন্ন সূত্র  থেকে জানা যাচ্ছে, পল্লবী ইতিমধ্যেই অ্যাকাউন্টেন্সিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। অর্থাৎ পর্দার আলোকপর্ণা  বাস্তবে বিকম পাস। তবে এখন তিনি অভিনয়কেই নিজের পেশা করে নিয়েছেন। তবে একবার এক সাক্ষাৎকারে পল্লবী জানিয়ে ছিলেন অভিনয়ে না আসলে তিনি হয়তো ওকালতি করতেন।

তবে পল্লবীর এই স্বপ্ন কিছুটা পূরণ হয়েছে ‘কে আপন কে পর’ সিরিয়ালের হাত ধরে। এই সিরিয়ালে বাড়ির কাজের মেয়ে থেকে বড়লোক বাড়ির বউ হওয়ার পর পড়াশোনা করে উলিল হয়ে গিয়েছিল জবা। এমনকি সিরিয়ালে তাঁকে বিচারকের আসনেও বসতে দেখা গিয়েছিল। তবে পল্লবীর বাস্তব জীবনে রয়েছে বিরাট ট্রাজেডি। তিনি তখন সবে ক্লাস ২ তে পড়েন। সেসময় আচমকা ব্রেন টিউমার ধরা পড়ে পল্লবীর মায়ের।

আরও পড়ুন : ছোট্ট এই কিশোরীই কাঁপাচ্ছেন বাংলা সিরিয়াল! টেলিপাড়ার এই প্রতিবাদী অভিনেত্রী কে বলুন তো?

কয়েক বছরের মধ্যেই মাকে হারান অভিনেত্রী। আর পল্লবী যখন মাধ্যমিক পরীক্ষা দেবেন অর্থাৎ আইসিএসসি দেবেন তখনই আচমকা মৃত্যু হয় তাঁর বাবারও। অভিনেত্রী জানিয়েছিলেন বাবার মৃত্যুর পর হবিষ্যি খেয়েই পরীক্ষা দিয়েছিলেন তিনি। খুব অল্প বয়সে বাবা-মা’কে হারালেও পল্লবী কখনও হার মানেননি। হাসি মুখেই লড়ে চলেছেন জীবনের লড়াই। এখন কলকাতা শহরে নিজের উপার্জনের টাকায় কেনা বাড়িতেই থাকেন অভিনেত্রী।

Pallavi Sharma

প্রসঙ্গত প্র্রথম সিরিয়াল কে আপন কে পর শেষ হওয়ার পর বেশ লম্বা একটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। আর এই মুহূর্তে দত্তবাড়ির বৌমা  তথা সাংবাদিক আলোকপর্ণার চরিত্রে অভিনয় করেও দর্শকদের বিরাট ভালোবাসা পাচ্ছেন অভিনেত্রী। সিরিয়ালের কাহিনী অনুযায়ী প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর