সুইটির ছুটির ঘন্টা বেজে গেছে! বিয়ে করেই ফিল্ডে নেমে পড়েছে ‘পর্ণা’, আসছে হাইভোল্টেজ পর্ব

বাংলা হান্ট ডেস্ক : দর্শকদের নিত্য নতুন চমক দিতে জুড়ি মেলা ভার জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)-র। এই সিরিয়ালের দর্শকদের জন্য প্রতি সপ্তাহে থাকে নিত্যনতুন চমক। সদ্য এই ধারাবাহিকে (Neem Phooler Madhu) দেখা গিয়েছে স্মৃতিশক্তি হারানোর পর পর্ণা (Parna) সুইটিকেই (Sweety) সৃজনের (Srijan) বউ ভাবছে। তাই একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক রাখতে না চেয়ে পর্ণা ঠিক করেছিল সে তার অফিসের বস অভিমন্যুকে বিয়ে করে নিয়ে সৃজনের থেকে অনেক দূরে চলে যাবে।

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)-তে পর্ণা ফিরলো পুরনো অবতারে

কিন্তু শেষ মুহূর্তে জগু দাদার আশীর্বাদেই গোটা দত্তবাড়ির সদস্য গিয়ে হাজির হয় ছদ্মবেশে। সেখানেই গিয়ে তারা ভেস্তে দেয় সৃজন-পর্ণার বিয়ে। পরে কায়দা করে জেঠি পর্ণাকে বাইরে নিয়ে চলে আসে। আর তারপরেই সৃজন পর্ণাকে গাড়িতে তুলে নিয়ে মন্দিরে চলে যায় বিয়ে করতে। ধারাবাহিকে (Neem Phooler Madhu) পর্ণা প্রথমে কিছুতেই বিষয়টা মানতে পারছিল না। সে শুধু বারবার বলছিল সুইটি বৌদিকে ঠকিয়ে সে কাউকে বিয়ে করতে চায় না।

তাই পর্ণা সরাসরি জানায় সে সৃজনকে বিয়ে করতে পারবে না। কিন্তু বাড়ির সবাই পর্ণাকে বারবার বোঝাতে থাকে তার সাথে সৃজনের বিয়েতে কোনো ভুল নেই। কিন্তু পর্ণা কিছুতেই রাজি হয় না। সবাই তখন ঠিক করে নিয়েছিল পর্ণাকে  আসল সত্যিটাই জানিয়ে দেওয়া হবে। কিন্তু সৃজন সবাইকে বারণ করে দেয়। কারণ এর ফলে পর্ণার  মাথায় চাপ পড়তে পারে।

আরও পড়ুন : অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ! ‘অনিচ্ছাকৃত’ দাবি করায় কি প্রতিক্রিয়া লীনা গঙ্গোপাধ্যায়ের?

যার ফলে তার বড়সড়ও কোন ক্ষতিও হয়ে যেতে পারে। তাই সৃজন তখন পর্ণাকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় বিয়ের মন্ডপে। এবার দেখা যায়, সৃজন-পর্ণার সাথে নিজেই নিজের গাঁটছাড়া বেঁধে নেয় এবং তাকে নিয়ে সাত পাক ঘুরে নেয়। এইভাবেই একে একে বিয়ের সমস্ত নিয়ম পালন করে যখন সৃজন-পর্ণার সিঁথিতে সিঁদুর পরাতে  যাবে তখন পর্ণা বাধা দিয়ে জানায় সে কোনো বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে পারবে না।

তখন সৃজন পর্ণাকে জানিয়ে দেয় সুইটি তাঁর বিবাহিত স্ত্রী নয়। শুটিং এর নামে ঠকিয়ে বিয়ে করে এইভাবে জোরজবরদস্তি সে দত্ত বাড়িতে থেকে গিয়েছে। এরপর দেখা যায় সৃজন-পর্ণার সিঁথিতে সিঁদুর পরাতে গেলে আর বাধা দেয় না পর্ণাও। এরপর এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সৃজন চিন্তায় পড়ে গিয়েছে কিভাবে দত্তবাড়ি থেকে সুইটিকে তাড়াবে। তখন পর্ণা সেই তার আগের মত তারকাটা স্টাইলে বলে ওঠে, ‘যখন থেকে আমাদের বিয়ে হয়েছে, তখন থেকে ওই সুইটির ছুটির ঘন্টা বেজে গিয়েছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর