অভিমন্যুর নাকের ডগা দিয়ে বউ চুরি! TRP কমতেই ‘নিম ফুলের মধু’তে আসছে নতুন চমক

বাংলা হান্ট ডেস্ক : শুরু থেকেই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার সুপার হিট মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। প্রত্যেক সপ্তাহেই দর্শকদের নিত্য নতুন চমক দিতে এই সিরিয়ালের (Neem Phooler Madhu) জুড়ি মেলা ভার। কিন্তু ইদানিং সৃজন-পর্ণার (Srijan-Parna) এই দত্ত পরিবারেও এসেছে একঘেয়েমি। যার ফলে এই ধারাবাহিকের প্রতিও দিন দিন আকর্ষণ হারাচ্ছেন দর্শক।

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)-তে আসছে নতুন চমক

কেউ কেউ তো বলছেন এখনই যদি নির্মাতারা শক্ত হাতে ব্যাটন না ধরেন তাহলে খুব তাড়াতাড়ি এই সিরিয়ালটিও (Neem Phooler Madhu) বন্ধ হয়ে যেতে পারে। তাই এখন দেখার সিরিয়ালের টিআরপি তুলতে আগামী দিনে নির্মাতারা নতুন নতুন কি চমক আনতে চলেছেন। সদ্য স্মৃতি হারানো পর্ণার সাথে তার বস অভিমন্যুর বিয়ের ট্র্যাক দেখা যাচ্ছে এই ধারাবাহিকে।

যদিও পর্ণার বিয়ের খবর পেয়েই সেখানে গোটা দত্ত বাড়ি নিয়ে হাজির হয়েছে সৃজন। গত পর্বেই দর্শক দেখেছেন রুচিরা আর বর্ষা ক্যাটারার সেজে শরবতের গ্লাসে জোলাপ মিশিয়ে পর্ণা আর ইশাকে দিয়েছে। তারপর পর্ণা সেই শরবত না খেলেও ঈশা ঢকঢক করে খেয়ে নেয়। আর তারপরেই ইশা বারবার টয়লেট যেতে শুরু করে।

তবে ইশা খুবই চালাক মেয়ে তাই সে বুঝে যায় তার শরবতে কিছু মেশানো হয়েছিল। এরপর বিয়ের মণ্ডপে এসেই ইশা বুঝতে পারে সেখানে ছদ্মবেশ নিয়েই হাজির হয়েছে গোটা দত্ত বাড়ি। মুহূর্তের মধ্যে ইশা চিনে ফেলে বর্ষা, রুচিরা, সৃজনের বাবা আর চয়নকে।

আরও পড়ুন : কারার ওই লৌহ কপাট’ থেকে ‘আর কবে?’ RG Kar কান্ডের প্রতিবাদে সবার মুখে ঘুরছে এই ৫ গান

কিন্তু সে চাইলেও তাদেরকে হাতেনাতে ধরতে পারে না। কারণ ততক্ষণে জোলাপ মেশানো শরবত খেয়ে তার অবস্থা খারাপ। অন্যদিকে পর্ণার ঘরে জেঠিকে পাঠিয়ে দেয়  সৃজন। আর জেঠি পর্ণার কাছে গিয়ে নিজেকে অভিমন্যুর আত্মীয়ের পরিচয় দেয়।

আগামী পর্বে দেখা যাবে সৃজন ততক্ষণে বর বেশে গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। আর অভিমন্যুর সামনে দিয়েই জেঠি পর্ণাকে গাড়িতে তুলে নেবে। কিন্তু এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারে না পর্ণা। তখন পাশে বড় সেজে বসে থাকা সৃজন বলে ওঠে ‘বউ চুরি’। তাই বোঝাই যাচ্ছে নিম ফুলের মধুর আগামী পর্বে থাকছে আরও এক নতুন চমক।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর