হইহই কাণ্ড ‘নিম ফুলের’ সেটে, পর্দার মেয়ে-বউকে নিয়ে আইবুড়োভাত খেলেন ‘সৃজন’ রুবেল, হাজির ‘ধ্যাষ্টামো জেঠু’ও

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরেই সানাই বাজিয়ে বরযাত্রী নিয়ে শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করতে আসবেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। অনস্ক্রিন স্বামী স্ত্রী থেকে বাস্তবের স্বামী স্ত্রী হতে আর কয়েকদিনেরই অপেক্ষা। আপাতত জমিয়ে আইবুড়োভাত খাচ্ছেন দুজনেই। এবার ‘নিম ফুলের মধু’র সেটে পাত পেড়ে বসে আইবুড়োভাত খেলেন রুবেল (Rubel Das)।

সিরিয়ালের সেটেই আইবুড়োভাত খেলেন রুবেল (Rubel Das)

বর্তমানে জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালে নায়ক সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে (Rubel Das)। বিয়ের দশ দিন আগে ধারাবাহিকের নায়ককে ধুমধাম করে আইবুড়োভাত খাওয়ালেন সহ অভিনেতা অভিনেত্রীরা। অনুষ্ঠানের দুটি ছবি শেয়ার করেছেন সৃজনের অনস্ক্রিন জেঠি ওরফে তনুশ্রী গোস্বামী।

Neem phuler modhu serial team arranged aiburobhat for rubel das

কী কী আয়োজন ছিল আইবুড়োভাতে: তাঁর ছবিতে দেখা যাচ্ছে, কাঁসার থালা বাটিতে হরেক রকম ব্যঞ্জন সাজিয়ে খেতে দেওয়া হয়েছে রুবেলকে (Rubel Das)। ভাত, পোলাও, ফিস ফ্রাই, ডাল, মাছ, মাটন, পায়েস, মিষ্টির মতো পঞ্চব্যঞ্জন সাজানো রয়েছে থালায়। রুবেলও বসেছেন বর বেশে। মাথায় টোপর, গলায় গাঁদা ফুলের মালা পরে আইবুড়োভাত খেতে বসেছেন তিনি। রুবেলকে (Rubel Das) ঘিরে দেখা গেল নিম ফুলের মধুর অভিনেতা অভিনেত্রীদের।

আরো পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’র পর দীর্ঘ বিরতি, নয়া অবতারে ছোটপর্দায় কামব্যাক করছেন এই অভিনেতা

সিরিয়ালের টিম মিলে দিল আইবুড়োভাত: দেখা মিলল রুবেলের (Rubel Das) অনস্ক্রিন স্ত্রী এবং মেয়ে পর্ণা এবং পুঁটির। ছিলেন মা কৃষ্ণা, জেঠি, বাবা, দাদা, রুচি। সিরিয়াল থেকে বাদ পড়লেও উপস্থিত ছিলেন ‘ধ্যাষ্টামো’ জেঠুও। তনুশ্রীর শেয়ার করা ছবি থেকেই বোঝা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে আয়োজন করা হয়েছিল আইবুড়োভাতের।

আরো পড়ুন : ‘স্কার্টের মধ্যে দিয়ে হাতটা ঢুকিয়ে দিলেন’! হৃতিক রোশনের পরিবারের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ লগ্নজিতার

গত ১৫ ই ডিসেম্বর দুই পরিবারের তরফে আশীর্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রুবেল (Rubel Das) শ্বেতার জন্য। প্রি ওয়েডিং ফটোশুটও সারা দুজনের। তাঁদের সোশ্যাল মিডিয়া পেজেই জ্বলজ্বল করছে ছবিগুলি। আগামী ১৯ শে জানুয়ারি বিয়ের আসর বসবে রুবেল শ্বেতার। তাঁরা বিয়ে করবেন বৈদিক মতে। অর্থাৎ বিয়েতে কন্যাদান হবে না। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এই বিয়ে দেবেন। এর আগে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েও দিয়েছিলেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by TG (@tanusreegoswami)

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর