বিয়ে না করেই গর্ভবতী, আক্ষেপে বিবাহিত পুরুষের প্রেমে না পড়ার উপদেশ দিলেন নীনা গুপ্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ বৈচিত্রময় জীবন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তার (neena gupta)। বিয়ের আগেই গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দেওয়া, তারপর সেই সন্তানকে একাই বড় করে তোলা। আশির দশকেও ‘সিঙ্গল মাদার’ হওয়ার ‘দুঃসাহস’ দেখিয়েছিলেন নীনা। এমনকি এই বয়সেও তিনি একই রকম বোল্ড ও সাহসী।

কিন্তু যৌবনে যে কাণ্ড ঘটিয়েছিলেন তার জন‍্য এই বয়সে এসে বেশ আক্ষেপই করতে শোনা গিয়েছে নীনাকে। আর তার জন‍্যই তিনি উপদেশ দিয়েছেন বিবাহিত পুরুষদের প্রেমে না পড়তে। তিনি এর ফল ভোগ করেছেন। আসলে গত বছরের অভিনেত্রীর পুরনো একটি ভিডিও ফের একবার ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।


ভিডিওতে নীনাকে বলতে শোনা গিয়েছে, বিবাহিত পুরুষদের প্রেমে না পড়তে। প্রথম প্রথম সব ঠিকই লাগলেও সেই পুরুষটা যখন নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে রাজি হন না তখন কেমন ভাবে সম্পর্ক ভেঙে যায়। প্রথমে সেই পুরুষ বলে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভাল নেই। কিন্তু তাদের সন্তান রয়েছে বলে স্ত্রীকে ডিভোর্স দিতে চায় না।

এরপর ধীরে ধীরে দেখা সাক্ষাৎ বাড়া, একের পর এক রাত কাটানোর পর বিয়েতে রাজি হলে সেই পুরুষ বলবে অপেক্ষা করতে, সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় না। এরপর আসবে অবসাদ এবং শেষমেষ সম্পর্কটা ভেঙে যাবে।

১৯৮০ সালে প্রখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়ান নীনা। সমাজের কথা না ভেবে নিজেদের সম্পর্কটাকে সকলের সামনে নিয়ে আসেন তিনি। এক সময় ভিভের সন্তানের মাও হন নীনা। কিন্তু নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে কখনোই নীনাকে বিয়ে করেননি ভিভ।

অভিনেত্রী নিজেই বড় করেন মেয়ে মাসাবাকে। যদিও বাবা ভিভের সঙ্গে সম্পর্ক রয়েছে মাসাবার। কিন্তু বাবার ভালবাসা কোনোদিনই পাননি তিনি। এই কাণ্ডের জন‍্য বলিউডও এক সময় মুখ ফিরিয়ে নিয়েছিল নীনার থেকে।

https://www.instagram.com/tv/B9OhLDAFYzN/?igshid=955v5lz2wffu

তবে মেয়ে বড় হওয়ার পর সংসার শুরু করেন নীনা গুপ্তা। দিল্লির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মিশ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সংসারও করেছেন চুটিয়ে। পাশাপাশি নিজের কেরিয়ারের দিকেও খেয়াল ছিল তাঁর। ‘বাধাই হো’ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নীনা গুপ্তা।

X