আমি কেন শাহরুখ, হৃতিকের সাথে রোমান্স করতে পারব না: নীনা গুপ্তা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীদের মধ‍্যে নীনা গুপ্তার নাম না করলেই নয়। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। আগেকার সময় হোক বা এখনকার, নীনা সবসময়ই নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন সকলকে। হালের বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় সত‍্যিই প্রশংসনীয় ছিল।

তবে শুধু অভিনয় নয়, স্পষ্টবাদিতার জন‍্যও বেশ নাম রয়েছে নীনার। সেটা সুনাম না দুর্নাম তা অবশ‍্য বিভিন্ন মানুষের মতামতের ওপর নির্ভর করে। তবে কোনও বিষয়ে নিজের মতামত ব‍্যক্ত করতে কখনোই পিছপা হন না তিনি।
ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন নীনা গুপ্তা। বলিউডের ছবিতে অভিনেতা অভিনেত্রীদের কাস্টিং নিয়ে কটাক্ষ করেছেন তিনি। তাঁর প্রশ্ন হল, শাহরুখ খান বা হৃতিক রোশনের সঙ্গে তিনি রোম‍্যান্স করতে পারবেন না কেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন নীনা।

তিনি প্রশ্ন তোলেন, “শাহরুখ, হৃতিকের বিপরীতে কেন কাজ করতে পারব না আমি? আমার খুব ইচ্ছে করে একসময় আমি হৃতিকের বিপরীতে কাজ করব। আমি রণবীর কাপুরের কথা বলছি না। অতটা বোকা আমি নই। কারন তাঁরা বয়সে বিশ থেকে পঁচিশ বছরের ছোট অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন।”

images 2 11
তিনি আরও বলেন, “রণবীরের সঙ্গেও আমি রোম‍্যান্স করতে পারি। কিন্তু সেটা হতে আমাদের দেশে আরও সময় লাগবে।”অভিনেতারা বয়সে বিশ পঁচিশ বছরের ছোট অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পারেন কিন্তু অভিনেত্রীরা সেটা পারেন না। এর বিরুদ্ধেই সরব হয়েছেন নীনা গুপ্তা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন নীনা। সাম্প্রতিক কালে বধাই হো ছবিতে তাঁর অভিনয় জাতীয় পুরস্কার এনে দিয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সহ আরও বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছেন নীনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর