“সেনাবাহিনীর সঙ্গে আছি…”, মুখ খুললেন পাকিস্তানের আরশাদ নাদিম, নীরজের বিষয়ে বললেন…..

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্যারিস অলিম্পিকের স্বর্ণপদক জয়ী আরশাদ নাদিম তাঁর প্রতিদ্বন্দ্বী তথা দুইবারের অলিম্পিক পদক জয়ী ভারতের নীরজ চোপড়ার (Neeraj Chopra) বিষয়ে মন্তব্য করতে রাজি হলেন না। সম্প্রতি স্থগিত এনসি ক্লাসিক টুর্নামেন্টের জন্য এই পাকিস্তানি ক্রীড়াবিদকে আমন্ত্রণ জানানোর জন্য চোপড়াকে ট্রোলড করা হয়েছিল।

নীরজের (Neeraj Chopra) বিষয়ে কী জানালেন নাদিম:

উল্লেখ্য যে, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন প্রাণ হারান। এই হামলার আগে পাকিস্তানের জ্যাভলিন নিক্ষেপকারীকে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ (Neeraj Chopra)। কিন্তু তারপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হন তিনি।

 Neeraj Chopra Arshad Nadeem recent update.

এদিকে, নাদিম সংবাদমাধ্যমকে জানান, “ভারতের সাথে চলমান সংঘাতের কারণে আমি নীরজ (Neeraj Chopra) সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। আমি একটি গ্রামের বাসিন্দা এবং আমি শুধু এটুকু বলব যে আমি এবং আমার পরিবার সর্বদা আমাদের সেনাবাহিনীর পাশে থাকব।”

আরও পড়ুন: চিনকে কাছে পেয়ে ফের ভারতকে “ধোঁকা” দিল বাংলাদেশ! বাতিল হল ১৮০ কোটির অর্ডার

নাদিম আরও জানান, “আমি সবসময় বলেছি যে আমি নিজের সাথে প্রতিযোগিতা করি এবং আমার লক্ষ্য হল একদিন ১০০ মিটারের দৌড়ে পা রাখা। যদি নীরজ ভালো করেন। তাহলে তাঁর জন্য ভালো।” জানিয়ে রাখি যে, টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) গত ১৫ মে ডায়মন্ড লিগ প্রতিযোগিতার দোহা লিগের আগে বলেছিলেন যে, তিনি এবং নাদিম কখনোই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না।

আরও পড়ুন: “ICU-তে রহিম ইয়ার খান এয়ারবেস”, পাকিস্তানের ক্ষত সামনে এনে ভারতের শক্তি বোঝালেন মোদী

প্রসঙ্গত উল্লেখ্য যে, নীরজ চোপড়া (Neeraj Chopra) সম্প্রতি ডায়মন্ড লিগ প্রতিযোগিতার দোহা লিগের ৯০.২৩ মিটারের ব্যক্তিগত সেরা থ্রো দিয়ে ৯০ মিটারের চিহ্ন অতিক্রম করেছেন এবং সিলভার মেডেল জিতেছেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নাদিমের পরে নীরজ চোপড়া দ্বিতীয় স্থানে ছিলেন। এদিকে, NC ক্লাসিক জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতাটি এই ভারতীয় তারকার নামে নামকরণ করা হয়েছে। যেটি আগামী ২৪ মে বেঙ্গালুরুতে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের সাথে সামরিক সংঘর্ষের কারণে তা স্থগিত করা হয়।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X