বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া (Neeraj Chopra) ফের হাতছাড়া করলেন সোনা। শুক্রবার পোল্যান্ডে সম্পন্ন হওয়া অরলেন জানুস কুসোকিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। জার্মানির জুলিয়ান ওয়েবার তাঁকে টেক্কা দেন।
ফের হতাশ করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra):
আসলে, নীরজ (Neeraj Chopra) এই প্রতিযোগিতায় নিজের সেরাটা দিতে পারেননি। চূড়ান্ত পর্বের আগে তৃতীয় স্থানে ছিলেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। তিনি তাঁর ষষ্ঠ এবং শেষ প্রচেষ্টায় ৮৪.১৪ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন এবং দ্বিতীয় স্থানে পৌঁছে যান।
এর আগে, নীরজ চোপড়া (Neeraj Chopra) দ্বিতীয় এবং পঞ্চম প্রচেষ্টায় যথাক্রমে ৮১.২৮ মিটার এবং ৮১.৮০ মিটার দূরত্বে থ্রো করেছিলেন। তাঁর অন্য ৩ টি প্রচেষ্টা ফাউল ছিল। দিনের বেলা বৃষ্টির পর মেঘলা আকাশের নিচে সিলেসিয়ান স্টেডিয়ামে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।
এদিকে, জার্মানির জুলিয়ান ওয়েবার সম্প্রতি দোহা ডায়মন্ড লিগের (১৬ মে) ৯০ মিটার ইভেন্টে নীরজ চোপড়াকে (Neeraj Chopra) পরাজিত করেছিলেন। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে ৮৬.১২ মিটার থ্রো করে তিনি ফের নীরজকে টেক্কা দেন। অন্যদিকে, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৩.২৪ মিটারের সেরা থ্রো করে তৃতীয় স্থানে রয়েছেন। দোহাতেও তিনি তৃতীয় হয়েছিলেন।
আরও পড়ুন: “আমরা না খেতে পেয়ে মারা যাবো….,” ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করতেই হাহাকার পাকিস্তানে
ফলাফল:
জুলিয়ান ওয়েবার: ৮৬.১২ মিটার
নীরজ চোপড়া: ৮৪.১৪ মিটার
অ্যান্ডারসন পিটার্স: ৮৩.২৪ মিটার
আরও পড়ুন: “এটাই সঠিক সময়….”, রোহিত-কোহলির পরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভুবনেশ্বরে ২০২৪ ফেডারেশন কাপে ৮২.২৭ মিটারের প্রচেষ্টার পর এই প্রথম নীরজ চোপড়া (Neeraj Chopra) একটি ইভেন্টে ৮৪ মিটারের কম থ্রো সম্পন্ন করেছেন। তিনি দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন। সেখানেই তিনি প্রথমবারের মতো একটি ইভেন্টে ৯০ মিটারের বেশি দূরত্বে থ্রো করেছিলেন। তবে, দোহাতেও, ওয়েবারের (৯১.০৬ মিটার) পরে নীরজ চোপড়া দ্বিতীয় স্থানে ছিলেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: