বাংলা হান্ট ডেস্ক: লক্ষ লক্ষ যুবতীর হার্টথ্রব এবং দেশের মোট এলিজিবল ব্যাচেলর নীরজ চোপড়া (Neeraj Chopra) এবার বিবাহ সম্পন্ন করেছেন। তিনি, হরিয়ানার সোনিপাতের বাসিন্দা হিমানি মোরকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, বিয়ের দু’দিন পর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন ২৭ বছর বয়সী তারকা অ্যাথলিট নীরজ।
বিয়ে সেরে ফেললেন নীরজ (Neeraj Chopra):
হিমানি মোর কে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হিমানি বর্তমানে আমেরিকায় পড়াশোনা করছেন। তিনি নিউ হ্যাম্পশায়ারের ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে “স্পোর্টস ম্যানেজমেন্ট” নিয়ে পড়াশোনা করছেন। হিমানি দিল্লির মিরান্ডা হাউসের একজন প্রাক্তন পড়ুয়া। সেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং শরীরশিক্ষায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। অল ইন্ডিয়া টেনিস ফেডারেশনের (AITA) ওয়েবসাইট অনুসারে, ২০১৮ সালে হিমানির সেরা জাতীয় র্যাঙ্কিং ছিল সিঙ্গেলে ৪২ এবং ডাবলসে ২৭। তিনি ২০১৮ সালে AITA ইভেন্টে খেলা শুরু করেছিলেন।
View this post on Instagram
লিঙ্কডইনে হিমানি উপস্থিত: লিঙ্কডইনে নীরজ চোপড়ার (Neeraj Chopra) স্ত্রী হিমানি উপস্থিত রয়েছেন। সেখানে তিনি তাঁর প্রোফাইলে লিখেছেন, “খেলাধূলায় চোদ্দ বছরেরও বেশি অভিজ্ঞতা এবং ক্রীড়া ব্যবস্থাপনা ও প্রশাসনে দুই বছরের অভিজ্ঞতার সাথে, আমি একজন উৎসাহী নেত্রী। যে খেলাধূলাকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করার জন্য কাজ করে। আমি বিশ্বাস করি যে খেলাধূলা সীমানা, রঙ বা শারীরিক পরিচয়কে অতিক্রম করতে পারে এবং বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের সংস্কৃতিকে বাড়িয়ে তুলতে পারে।”
আরও পড়ুন: KKR-এর এই একটা আচরণেই হয়েছিলেন ক্ষুন্ন! তারপরেই ছাড়েন দল, এবার বোমা ফাটালেন শ্রেয়স
তাঁর প্রোফাইল আরও লেখা রয়েছে যে, “আমহার্স্ট কলেজে একজন গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আমি কলেজের মহিলা টেনিস দল পরিচালনা করি। ট্রেনিং, শিডিউলিং, নিয়োগ এবং বাজেটের তদারকিও করি। আমি ম্যাককরম্যাক আইজেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এই ক্ষেত্রে এমএসও করছি। আমি ইতিবাচক এবং আকর্ষক শিক্ষার পরিবেশ তৈরি করতে ছাত্র, শিক্ষক এবং কর্মীদের সাথে কাজ করা উপভোগ করি। আমার লক্ষ্য হল স্পোর্টস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অগ্রসর হতে এবং ক্রীড়া শিল্পের বৃদ্ধি ও সাফল্যে অবদান রাখার জন্য আমার দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগানো।”
আরও পড়ুন: আর হতে হবে না জালিয়াতির শিকার! এবার “ব্রহ্মাস্ত্র” প্রয়োগ করল RBI, কোটি কোটি গ্রাহক হলেন নিশ্চিন্ত
দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণরত নীরজ: নীরজ (Neeraj Chopra) বিয়ের অনুষ্ঠানের ছবি সহ একটি পোস্টে লিখেছেন, “আমি আমার পরিবারের সাথে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছি। আমাদের এই মুহূর্তে নিয়ে আসার জন্য আপনাদের প্রতিটি আশীর্বাদের কাছে কৃতজ্ঞ। ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুন, সুখী থাকুন সবসময়।” জানিয়ে রাখি যে, টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল এবং প্যারিস গেমসে রৌপ্য পদক জয়ী নীরজ এর আগে দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি চেক প্রজাতন্ত্রের ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার জ্যাভলিন নিক্ষেপের কিংবদন্তি জান জেলেজনির কাছে প্রশিক্ষণ নিচ্ছেন।