বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ খরা কাটিয়ে এবার অলিম্পিকে বর্ষা ফলকে সোনা গেঁথেছিলেন নীরজ চোপড়া, গর্বিত করেছিলেন গোটা ভারতকে। এবার তার হাতে সামরিক ক্ষেত্রে ভারতের সবথেকে বড় ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার বিকেল 5 টা 54 নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান। শুধু নীরজ চোপড়া নয়, ক্রীড়াক্ষেত্রে কৃতি সুনীল ছেত্রী, মিতালি রাজ, লাভলিনা, রবি দাহিয়াদের হাতে তুলে দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।
অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয় ক্রিকেটার শিখর ধাওয়ান সহ আরো এক ঝাঁক ক্রীড়াবিদকে। প্যারা ব্যাডমিন্টনে পদক জয়ের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তালিকায় ছিল কৃষ্ণ নগরের নামও। যদিও মায়ের মৃত্যুর কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। এই প্রোগ্রামে 12 জন খেলোয়াড়কে খেলরত্ন, 35 জনকে অর্জুন এবং 10 জনকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়।
দেখে নিন কারা পেলেন কোন পুরস্কারঃ
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার:
ক্রীড়াবিদ
নীরজ চোপড়া, অ্যাথলেটিক্স
রবি দাহিয়া, কুস্তি
পিআর শ্রীজেশ, হকি
লাভলিনা বোরগোহাইন, বক্সিং
সুনীল ছেত্রী, ফুটবল
মিতালি রাজ, ক্রিকেট
প্রমোদ ভগত, ব্যাডমিন্টন
সুমিত আন্টিল, অ্যাথলেটিক্স
অবনী লেখারা, শুটার
কৃষ্ণ নগর, ব্যাডমিন্টন
মনীশ নারওয়াল, শুটার
মনপ্রীত সিং, হকি
অর্জুন পুরস্কার:
ক্রীড়াবিদ
শিখর ধাওয়ান, ক্রিকেট
অর্পিন্দর সিং, অ্যাথলেটিক্স
সিমরনজিৎ কৌর, বক্সিং
ভবানী দেবীর বেড়া
মনিকা, হকি
বন্দনা কাটারিয়া, হকি
অভিষেক ভার্মা, শুটার
সন্দীপ নারওয়াল, কাবাডি
অঙ্কিতা রায়না, টেনিস
দীপক পুনিয়া, রেসলিং
দিলপ্রীত সিং, হকি
যোগেশ কাঠুনিয়া, ডিসকাস থ্রো
নিষাদ কুমার, হাই জাম্প
প্রবীণ কুমার, হাই জাম্প
শরদ কুমার, হাই জাম্প
সুহাস এলই, প্যারা ব্যাডমিন্টন
সিংহরাজ আধান, শুটার
হরবিন্দর সিং, তীরন্দাজ
ভাবিনা প্যাটেল, টেবিল টেনিস
হরমনপ্রীত সিং, হকি
রুপিন্দর পাল সিং, হকি
সুরেন্দ্র কুমার, হকি
অমিত রোহিদাস, হকি
বীরেন্দ্র লাকরা, হকি
সুমিত, হকি
নীলকান্ত শর্মা, হকি
হার্দিক সিং, হকি
বিবেকসাগর প্রসাদ, হকি
গুরজন্ত সিং, হকি
মনদীপ সিং, হকি
শমসের সিং, হকি
ললিত কুমার উপাধ্যায়, হকি
বরুণ কুমার, হকি
সিমরনজিৎ সিং, হকি
President Ram Nath Kovind confers Arjuna Award 2021 on hockey players Monika & Vandana Katariya, Kabaddi player Sandeep Narwal and shooter Abhishek Verma in New Delhi pic.twitter.com/6KiJjmzcYU
— ANI (@ANI) November 13, 2021
দ্রোণাচার্য পুরস্কার: আজীবন বিভাগ
ক্রীড়া প্রশিক্ষক
টিপি ওসেফ, অ্যাথলেটিক্স
সরকার তালওয়ার, ক্রিকেট
সর্বপাল সিং, হকি
আশান কুমার, কাবাডি
তপন কুমার পাইগড়ী, সাঁতার
দ্রোণাচার্য পুরস্কার: নিয়মিত বিভাগ
ক্রীড়া প্রশিক্ষক
রাধাকৃষ্ণ নায়ার পি, অ্যাথলেটিক্স
সন্ধ্যা গুরুং, বক্সিং
প্রীতম সিভচ, হকি
জয় প্রকাশ নৌটিয়াল, প্যারা শুটিং
সুব্রহ্মণ্য রমন, টেবিল টেনিস