গোল্ড মেডেলের আরও কাছে পৌঁছলেন নীরজ! প্রথম থ্রো-তেই কনফার্ম করে ফেললেন ফাইনালের টিকিট

বাংলা হান্ট ডেস্ক: প্যারিস অলিম্পিকে এবার চমক দেখিয়েছেন ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া (Neeraj Chopra)। জ্যাভলিন থ্রো ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৯.৩৪ মিটারের জ্যাভলিন নিক্ষেপ করে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ, গোল্ড মেডেলের জন্য নীরজ এবার ফাইনালে জ্যাভলিন নিক্ষেপ করবেন। উল্লেখ্য যে, নীরজ (Neeraj Chopra) কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম থ্রো করতে এসেছিলেন। তিনি তাঁর প্রথম থ্রোতেই ৮৯.৩৪ মিটারের থ্রো করে ভারতীয় শিবিরকে খুশি করে তোলেন।

ফাইনালের টিকিট হাতে পেলেন নীরজ চোপড়া (Neeraj Chopra):

এইভাবেই তিনি সরাসরি পৌঁছে যান ফাইনালে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নীরজের (Neeraj Chopra) এই থ্রো ছিল তাঁর মরসুমের সেরা থ্রো। এছাড়া তিনি তাঁর ব্যক্তিগত সেরার (৮৯.৯৪ মিটার) কাছাকাছিও এসেছেন। এখন অনুমান করা হচ্ছে যে, নীরজ চোপড়া ফাইনালে ৯০ মিটারের বাধা অতিক্রম করার চেষ্টা করবেন এবং ফের গোল্ড মেডেল হাসিল করবেন।

   

Neeraj Chopra reached the final of javelin throw.

এদিকে, নীরজ ছাড়াও পাকিস্তানের আরশাদ নাদিমও তাঁর প্রথম থ্রোতেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। তিনি ৮৬.৫৯ মিটার থ্রো করেছিলেন। যেটি ছিল নাদিমেরও মরশুমের সেরা থ্রো। এবার ফাইনালে নীরজের (Neeraj Chopra) মুখোমুখি হবেন তিনি। অন্যদিকে নীরজ চোপড়ার সতীর্থ কিশোর জেনা ছিলেন গ্রুপ-এ-তে। তিনি ৮০.৭৩ মিটারের থ্রো করেছেন এবং তাঁর গ্রুপে নবম স্থানে রয়েছেন। এমতাবস্থায়, ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ বাড়ছে হিংসা! প্রাক্তন অধিনায়ক মাশরাফির বাড়িতে লাগানো হল আগুন

কোয়ালিফিকেশনের জন্য কত মিটার জ্যাভলিন থ্রোর প্রয়োজন ছিল: জানিয়ে রাখি যে, জ্যাভলিন থ্রো-র প্রতিযোগিতার ফাইনালে উঠতে হলে অন্তত ৮৪ মিটার ছুঁড়তে হবে। প্রতিটি ক্রীড়াবিদ ফাইনালে পৌঁছনোর জন্য ৩ টি সুযোগ পান। কেউ যদি প্রথম রাউন্ডে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে তবে তাঁর বাকি দু’টি থ্রো আর লাগবে না। এই কারণেই নীরজ চোপড়া (Neeraj Chopra) এবং আরশাদ নাদিম বাকি প্রচেষ্টায় অংশ নেননি।

আরও পড়ুন: হিন্দু মন্দিরে হামলা, ঘটল রক্তপাত! শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশে প্রাণ গেল আরও ১০০ জনের

ফাইনালের চ্যালেঞ্জ সহজ হবে না নীরজ চোপড়ার জন্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফাইনালে গোল্ড মেডেল হাসিল করা নীরজ চোপড়ার (Neeraj Chopra) জন্য মোটেও সহজ হবে না। কারণ, ফাইনালে তিনি জুলিয়ান বিভারের মতো শক্তিশালী ক্রীড়াবিদদের মুখোমুখি হবেন। যাঁরা গ্রুপ এ থেকে যোগ্যতা অর্জন করেছে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তিনি ৮৭.৭৬ মিটার থ্রো করেছিলেন। গ্রুপ এ-তে জুলিয়ান বেভার ছাড়াও, জুলিয়াস ইয়েগো ৮৫.৯৭ মিটার থ্রো করেন। এর পাশাপাশি, ভালদেজ জ্যাকব ৮৫.৬৩ মিটারের থ্রো করেন এবং টনি কেরানান ৮৫.২৭ মিটারের থ্রো করে ফাইনালে উঠেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর