বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের তারকা জ্যাভলিন প্লেয়ারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড় হলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে জ্যাভলিনকে জনপ্রিয় করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২০ সালের টোকিও অলিম্পিকে তিনি জ্যাভলিনে সোনা জিতেছিলেন। এরপরে, তিনি প্যারিস অলিম্পিকেও রুপো জেতেন।
পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুত নীরজ (Neeraj Chopra):
এদিকে, ২০২৫ সালটি দুর্দান্তভাবে শুরু করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর চ্যালেঞ্জার টুর্নামেন্টে ৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে তিনি ৬ সদস্যের প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেন। নীরজ দক্ষিণ আফ্রিকার ২৫ বছর বয়সী ডুয়ে স্মিথের চেয়ে এগিয়ে ছিলেন। যাঁর সেরা থ্রো ছিল ৮২.৪৪ মিটার।
দোহা ডায়মন্ড লিগে খেলবেন নীরজ চোপড়া: এদিকে এই পারফরম্যান্সের পর, এবার ডায়মন্ড লিগে অংশগ্রহণ করবেন তিনি। নীরজ চোপড়া (Neeraj Chopra) যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে ওই লিগে লড়াই করবেন। মূলত, আগামী ১৬ মে থেকে দোহা ডায়মন্ড লিগে খেলবেন তিনি। সেখানে তিনি ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে চাইবেন।
আরও পড়ুন: ২ বছরেই ফুলে-ফেঁপে উঠেছে বিজেপি নেতা জগন্নাথের পরিবার! কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ দলের কর্মীর
উল্লেখ্য যে, এর আগে, নীরজ (Neeraj Chopra) ২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটারের থ্রো-র মাধ্যমে শিরোপা জিতেছিলেন। গত বছর, তিনি এই লিগে ৮৮.৩৬ মিটার থ্রো করেছিলেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
আরও পড়ুন: ২৮ এপ্রিল হতে চলেছে ধামাকা! ফ্রান্সের সাথে হবে সবচেয়ে বড় চুক্তি, শক্তি বাড়বে ভারতের
সকলের নজর থাকবে ৯০ মিটারের বেশি থ্রো করার দিকে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নীরজ চোপড়া (Neeraj Chopra) আগামী মে মাসেই বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে অংশগ্রহণ করবেন বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, এই বছর তাঁর মনোযোগ থাকবে আগামী সেপ্টেম্বরে টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর শিরোপা রক্ষার দিকে। নীরজের কেরিয়ারের সেরা থ্রো হল ৮৯.৯৪ মিটার। এমতাবস্থায়, তিনি তাঁর কেরিয়ারে এখনও ৯০ মিটার থ্রো অতিক্রম করতে পারেননি। তাই, দোহা ডায়মন্ড লিগে ভালো ফল করার পাশাপাশি, তিনি ৯০ মিটারের থ্রো-এর দিকেও মনোনিবেশ করবেন।