বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা জ্যাভলিন থ্রো অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) চলতি বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে রুপোর পদক জিতেছিলেন। তবে, এবার তিনি আসন্ন নতুন মরশুম শুরুর আগে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বড় সিদ্ধান্ত নিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নীরজ (Neeraj Chopra) তাঁর নতুন কোচ হিসেবে চেক প্রজাতন্ত্রের জান জেলেজনিকে বেছে নিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জেলেজনি নিজে ৩ বার অলিম্পিকে পদক জিতেছেন। এছাড়াও, জেলেজনি ৩ বার ওয়ার্ল্ড টাইটেল জিততেও সক্ষম হন। এর পাশাপাশি তিনি ৯৮.৪৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো-র বিশ্ব রেকর্ডও করেছেন।
এমতাবস্থায়, জেলজনিকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জ্যাভলিন অ্যাথলেট হিসাবে বিবেচনা করা হয়। এর আগে, নীরজ চোপড়ার (Neeraj Chopra) জন্য তাঁর ব্যক্তিগত কোচের ভূমিকা পালন করছিলেন জার্মান বায়োমেকানিক্স বিশেষজ্ঞ ক্লাউস বার্টোনিয়েটজ। এদিকে, জেলেজনি ১৯৯২, ১৯৯৬ এবং ২০০০ সালে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে পদক জিতেছিলেন। তিনি ১৯৯৩, ১৯৯৫ এবং ২০০১ সালে ওয়ার্ল্ড টাইটেলও যেতেন। এদিকে, আমরা যদি নীরজ চোপড়ার কথা বলি, তিনি প্যারিস অলিম্পিকে রুপোর পদক জেতেন। তার আগে তিনি টোকিও অলিম্পিকে সোনার পদকও জিতেছিলেন।
আরও পড়ুন: ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের প্রতি হচ্ছে অবিচার? উঠল বড় প্রশ্ন, হইচই শুরু অনুরাগীদের মধ্যে
কি জানিয়েছেন নীরজ: জেলেজনির কোচ হিসেবে নিয়োগের পর নীরজ চোপড়া (Neeraj Chopra) তাঁর বিবৃতিতে আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান যে, “আমি শুরু থেকেই তাঁর কৌশল এবং নির্ভুল টেকনিকের ভক্ত। আমি তাঁর অনেক ভিডিও দেখেছি। তিনি অনেক বছর ধরে এই খেলার শীর্ষে রয়েছেন। তাঁর অনেক অভিজ্ঞতাও রয়েছে।”
আরও পড়ুন: ফের কড়া অ্যাকশন! এবার এই ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ RBI-র, আপনার অ্যাকাউন্ট নেই তো?
নীরজ (Neeraj Chopra) জানান, “এখন যেহেতু আমি আমার কেরিয়ারের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, জেলেজনির সমর্থন পাওয়া আমার জন্য একটি দুর্দান্ত বিষয় এবং আমি তাঁর সাথে কাজ করতে খুব আগ্রহী।” এদিকে, জেলেজনি নীরজের কোচ হওয়ার বিষয়ে জানান, “আমি অনেক বছর আগে বলেছিলাম যে নীরজের মধ্যে একজন দুর্দান্ত খেলোয়াড় হওয়ার সমস্ত গুণ রয়েছে এবং আমাকে যদি চেক প্রজাতন্ত্রের বাইরে কোনও খেলোয়াড়কে কোচিং করতে হয়, তবে নীরজ আমার প্রথম পছন্দ ছিল।”