সূর্যোদয়ের দেশে কাটল ১৩ বছরের খরা, বর্শা দিয়ে সোনা গাঁথলেন নীরজ চোপড়া

বাংলা হান্ট ডেস্কঃ জ্যাভলিনে নীরজের হাত ধরে এই প্রথমবার ১৩ বছরের খরা কাটিয়ে স্বর্ণ পদক জয়ের স্বপ্ন দেখছিল ভারত। হিট থেকেই স্বর্ণ পদক জয়ের আশা জাগিয়েছিলেন নীরজ চোপরা। ফাইনালের প্রথম রাউন্ডে প্রথম তিনটি থ্রোয়ের পরেও ৮৭.৫৮ মিটার দূরে বর্শা ছুঁড়ে প্রথম স্থানে ছিলেন তিনিই। সকালে অদিতি আশাহত করলেও বজরংয়ের হাত ধরে টোকিওতে ষষ্ঠ পদক ইতিমধ্যেই নিশ্চিত করেছিল ভারত। কিন্তু এখনও পর্যন্ত একটিও স্বর্ণপদক আসেনি।

আজ অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন নীরজ চোপরা। দ্বিতীয় রাউন্ডের তিনটি থ্রোয়েও কেউ টপকাতে পারেননি নীরজকে। ফলত অভিনব বিন্দ্রার পর আরও একবার সোনা এল ভারতে। অলিম্পিকে এই নিয়ে ভারতের সংগ্রহ মোট সাতটি পদক। তার মধ্যে রয়েছে একটি সোনা, দুটি রূপো এবং চারটি ব্রোঞ্জ। ভারোত্তোলনে রৌপ্য পদক দিয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন মীরাবাঈ চানু। আর আজ আরও একধাপ এগিয়ে দিলেন নীরজ।

হরিয়ানার ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য গর্বিত আজ গোটা ভারত। এর আগেও ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। এবার টোকিও অলিম্পিকেও বর্শা দিয়ে সোনা গাঁথলেন তিনি। এর আগে বজরং পুনিয়া, মেরি কম, পিভি সিন্ধুদের নিয়ে স্বর্ণপদকের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়েছে নিরাশাতেই। পদক জিতলেও কাটেনি কাঙ্খিত স্বর্ণপদকের খড়া।

images 2021 08 07T175052.442

এবার ভারতীয় সমর্থকদের সেই আশা পূরণ করে কার্যত সূর্যোদয়ের দেশে নতুন নায়ক হয়ে উঠলেন নীরজ চোপড়া, প্রথম রাউন্ডে ৮৭.৫৮ মিটার বর্শা নিক্ষেপ করার পরেই আশা জেগেছিল। অবশেষে সফল হল সেই স্বপ্ন।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর