বাংলা হান্ট ডেস্কঃ টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার সাথে সাথেই জ্যাভলিন থ্রো ইভেন্টে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। তাদের দুজনের টক্কর নিয়ে রীতিমতো সরগরম ছিল সংবাদ মাধ্যম। কারণ এর আগে ভারতে আয়োজিত দক্ষিণ এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। যেখানে একদিকে যেমন সোনা জয় করেন নীরজ তেমনি অন্যদিকে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছিলেন নাদিম।
কিন্তু অলিম্পিকসে ৮৫.১৬ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে ফাইনালে কোয়ালিফাই করলেও পদক জিততে পারেনি পাকিস্তানি ক্রীড়াবিদ। এবার তার সম্পর্কেই এক চাঞ্চল্যকর রহস্য ফাঁস করলেন নীরজ। তিনি বলেন ফাইনালের ঠিক আগে নিজের বর্শা খুঁজে পাচ্ছিলেন না তিনি। তারপরই হঠাৎ তিনি দেখেন, সেটি রয়েছে নাদিমের কাছে। তখন তিনি তার কাছে গিয়ে বলেন, “ভাই এটা আমার বর্শা আমাকে দাও, আমাকে এখনই এটা ছুঁড়তে হবে।” তারপর অবশ্য তার বর্শা তাকে ফিরিয়ে দেন নাদিম। নীরজ জানান, এই ঘটনার কারণেই নিজের প্রথম থ্রো তাড়াহুড়ো করে নিতে হয়েছিল তাকে।
এরপরের ঘটনা অবশ্য সকলেরই জানা ৮৭.৫৮ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে অ্যাথলেটিক্সে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দেন চোপড়া। নীরজ অবশ্য নাদিমের প্রশংসা করতে একটুও দ্বিধা করেননি। তিনি পরিষ্কার জানান, “আরশাদ নাদিম কোয়ালিফাইং রাউন্ডে খুব ভালো পারফর্ম করেছে। সে ফাইনালেও ভালো খেলেছে। আমি মনে করি এটা পাকিস্তানের জন্য ভালো যে তাদের জ্যাভেলিনের প্রতি আগ্রহ দেখানোর ভালো সুযোগ আছে। নাদিম ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফর্ম করতে পারবেন।”
সাথে সাথেই পাক নাগরিকদের জন্য তার বার্তা, আপনারা নাদিমকে সমর্থন করুন আগামী দিনে উনি আরও ভালো পারফর্মেন্স উপহার দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, নীরজকে নিজের হিরো বলে উল্লেখ করেছিলেন আরশাদও। খেলোয়াড়দের মধ্যে সবসময় প্রতিদ্বন্দীতার মানসিকতা থাকে মাঠের ভিতরে। কিন্তু খেলার মাঠের বাইরে জন্য মূলক সম্পর্কই কাম্য। সেটাই আরেকবার বুঝিয়ে দিলেন নীরজ চোপড়াও।