১০ লাখ ফেললেই …! NEET নিয়ে রাজ্যে চলছে বিরাট র‍্যাকেট, গ্রেফতার ৪!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিট পরীক্ষা নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল গোটা দেশ। অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এসবের মাঝেই খোঁজ মিলল বড় র‍্যাকেটের (NEET Examination Scam)। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক কোচিং সেন্টারের মালিক সহ মোট ৪ জন।

ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) গোধরায়। সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। মূল অভিযুক্তের নাম পরশুরাম রায়। NEET পরীক্ষায় (NEET Examination) পাশ করানো যে চক্র চলছিল, তিনি সেটার মাথা বলে খবর। পরশুরামের পাশাপাশি তুষার ভাট নামের আরও এক ব্যক্তি এই কাণ্ডের সঙ্গে জড়িত। তিনি গোধরার জয় জলরাম বিদ্যালয়ের শিক্ষক।

জানা যাচ্ছে, প্রধান অভিযুক্ত পরশুরাম একটি সংস্থা চালান। তার নাম রায় ওভারসিজ কোম্পানি। অন্যদিকে তুষার বিদ্যালয়ের শিক্ষক। এই দুই ব্যক্তি মিলেই NEET পরীক্ষার এই চক্র চালাতেন বলে খবর। পরীক্ষার্থীদের থেকে ১০ লক্ষ টাকা নিয়ে তাঁদের উত্তরপত্র লিখে দেওয়া হতো। এই ‘দুর্নীতি’র মাধ্যমেই প্রায় ১২ কোটি টাকা আয় করেছিল তারা।

আরও পড়ুনঃ লাটে উঠেছে বিনিয়োগ? চলতি বছর হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, হবে বিকল্প আয়োজন!

তবে তারপরেও শান্তি ছিল না! পড়ুয়াদের থেকে ২৬ কোটি টাকা অন্তত আয় করার প্ল্যান ছিল তাঁদের। এদিকে এই কথা প্রকাশ্যে আসতেই জেলা শিক্ষক আধিকারিক গোধরা তালুকা পুলিশ স্টেশনে অভিযোগ করেন। পরশুরাম এবং তুষারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। প্রাথমিক তদন্তে আরও একজনের নাম উঠে এসেছে বলে খবর। আরিফ ভাহোরা নামের এক যুবকের দ্বারা এই দুর্নীতির র‍্যাকেট চলত বলে খবর।

NEET examination scam

এই আরিফই শিক্ষার্থীদের কোচিং সেন্টারে ভর্তি করাতো। অন্যদিকে পরশুরামও এই যুবকের মাধ্যমেই তুষারের কাছে ২৬ জন শিক্ষার্থীর যাবতীয় তথ্য পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। এর মধ্যে ৬ জনের সিট পড়েছিল তুষারের জয় জলরাম বিদ্যালয়ে। অন্যদিকে বাকি ২০ জনের সিট পড়ে জয় জলরাম বিদ্যালয়ের অন্য একটি সেন্টারে। NEET দুর্নীতির অন্যতম অভিযুক্ত তুষারের গাড়ি থেকে প্রায় ৭ লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X