একদিনের পরীক্ষায় উড়েছে কয়েক হাজার কোটি! NEET দুর্নীতির অঙ্কটা কত? শুনলে আঁতকে উঠবেন!

   

বাংলা হান্ট ডেস্কঃ ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা তথা নিট (NEET Scam) নিয়ে বর্তমানে তোলপাড় গোটা দেশ। চলতি বছরের পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এই আবহে সামনে এল একটি চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, একদিনের এই পরীক্ষাতেই নাকি উড়েছে কয়েক হাজার কোটি টাকা!

পরীক্ষার (NEET Examination 2024) কয়েকদিন আগেই হোয়্যাটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে নানান গ্রুপ খুলে অর্থের পরিবর্তে নাকি প্রশ্ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল! প্রত্যেক বিষয়ের জন্য ধার্য করা হয়েছিল প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা। অর্থাৎ এই হিসেবে চারটি বিষয়ের জন্য দাঁড়াচ্ছেন প্রায় ৬০ থেকে ৮০ লক্ষ টাকা। প্রশ্নের পাশাপাশি আবার উত্তরের ব্যবস্থা ছিল এই ‘সলভার গ্যাং’য়ের কাছে। অনুমান করা হচ্ছে, সঠিক উত্তর লিখে দেওয়ার জন্য প্রত্যেক পরীক্ষার্থী পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন তারা।

বহু পরীক্ষার্থী আবার কয়েক লক্ষ টাকার পরিবর্তে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিয়েছেন! সেখানে আবার কোনও উত্তর না লিখলেও ঠিক উত্তর লিখে দেওয়ার নাকি বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। এর পরিবর্তে অনেক পড়ুয়ার পরিবারের তরফ থেকে তুলে দেওয়া হয়েছিল ব্ল্যাঙ্ক চেক! NEET কেলেঙ্কারির তদন্তে নাকি এমনই নানান তথ্য উঠে এসেছে পুলিশের হাতে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় ছিলেন জেলবন্দি, জামিন পেয়েই বোমা ফাটালেন জীবনকৃষ্ণ! তোলপাড় রাজ্য!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় মোট কত টাকা ‘উড়েছে’? এই হিসেব অবশ্য এখনই দিতে রাজি নন তদন্তকারীরা। কারণ এখনও সেই হিসেব শেষ হয়নি। এখনও অবধি ২-৩টি রাজ্যে তদন্তে নেমেই প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্যাশের লেনদেনের ইঙ্গিত মিলেছে বলে খবর। সেই সঙ্গেই আবার ব্ল্যাঙ্ক চেকের ব্যাপারও রয়েছে।

চলতি বছর প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী NEET পরীক্ষায় বসেছিলেন। এবার সেখান থেকে সামান্য একটা অংশও এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলেই টাকার অঙ্কটা প্রচুর হয়ে যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। একদিনের পরীক্ষায় কয়েক হাজার কোটি টাকাও উড়ে থাকতে পারে বলে অনুমান!

NEET examination scam

প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, NEET কেলেঙ্কারির এই জাল এদেশের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে। সেই তালিকায় নাম রয়েছে বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক সহ বেশ কিছু রাজ্যের। বেশ কয়েকটি কোচিং সেন্টারও স্ক্যানারে রয়েছে বলে খবর। একইসঙ্গে ‘পরীক্ষা মাফিয়া’দের দলও রয়েছে বলে অনুমান। সব মিলিয়ে, তদন্ত যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে একের পর এক তথ্য। তদন্তের অগ্রগতির সঙ্গে এই মামলা কোনদিকে এগোয় সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর