মাসে ২৫ লাখ টাকা বেতন, অভিনেত্রী নীতু চন্দ্রাকে বউ হয়ে থাকার প্রস্তাব দিয়েছিলেন ব‍্যবসায়ী

বাংলাহান্ট ডেস্ক: পৃথিবীতে কত রকমের চাকরির কথাই না শোনা যায়। অনেক বিচিত্র জীবিকাও রয়েছে যা শুনে মুখ হাঁ হয়ে যেতে বাধ‍্য। কিন্তু কখনো কারোর ‘বউ’ হওয়ার চাকরির কথা শুনেছেন? আপনি না শুনলেও অভিনেত্রী নীতু চন্দ্রা (Neetu Chandra) কিন্তু এমনি প্রস্তাব পেয়েছিলেন। এক ব‍্যবসায়ী তাঁকে প্রস্তাব দিয়েছিলেন মাসিক বেতনের পরিবর্তে তাঁর স্ত্রী হয়ে থাকতে।

বলিউডের বেশ পরিচিত মুখ নীতু চন্দ্রা। বেশ কয়েকটি হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতু বলেন, এখন আর কাজ পান না তিনি। ১৩ জন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে কাজ করার পরেও এই ইন্ডাস্ট্রি তাঁর কদর করে না।

neetu chandra 9
বেশ কিছু বড় বড় ছবিতে কাজ করার পরেও অডিশন দিতে হয় নীতুকে। তারপরেও ‘না’ শুনতে হয়েছে তাঁকে। অভিনেত্রী বলেন, এক নামী কাস্টিং ডিরেক্টর তাঁকে অডিশনের জন‍্য ডেকেছিলেন। কিন্তু অডিশনের মাত্র ১ ঘন্টার মধ‍্যেই তিনি জানান, নীতুকে বাছা হয়নি। এইভাবে তাঁর আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।

এরপরেই এক বিষ্ফোরক মন্তব‍্য করেন নীতু। তিনি জানান, এক বড় ব‍্যবসায়ী তাঁকে প্রস্তাব দিয়েছিলেন তাঁর বেতন ভুক্ত স্ত্রী হয়ে থাকার জন‍্য‌। ওই ব‍্যবসায়ীর স্ত্রী হয়ে থাকার জন‍্য নাকি মাসে ২৫ লাখ টাকা বেতনও পাবেন নীতু।

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘গ‍রম মশালা’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নীতু চন্দ্রা। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল অক্ষয় কুমার এবং জন আব্রাহামকে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ওয়ে লাকি! লাকি ওয়ে!, ট্রাফিক সিগনাল, ১৩ বি এর মতো ছবি। নিজস্ব একটি প্রযোজনা সংস্থা রয়েছে তাঁর। পাশাপাশি হলিউড ছবিতেও অভিষেক করেছেন নীতু।

Niranjana Nag

সম্পর্কিত খবর