‘এখনো আমার সঙ্গে জুড়ে রয়েছেন ঋষি জি’, ডান্স দিওয়ানের মঞ্চে কেঁদে ভাসালেন নীতু কাপুর

বাংলাহান্ট ডেস্ক: দু বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছেন ঋষি কাপুর (Rishi Kapoor)। কিন্তু তাঁর স্মৃতি এখনো বুকে আঁকড়ে বেঁচে রয়েছেন স্ত্রী নীতু কাপুর (Neetu Kapoor)। ক‍্যানসার আক্রান্ত স্বামীর পাশে সবসময় থেকেছেন তিনি। ঋষির শেষকৃত‍্যে তাঁর হাউহাউ করে কান্না এখনো চোখে লেগে রয়েছে সবার। সম্প্রতি রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে জুনিয়র’এও আরেকবার চোখ জলে ভিজবে তাঁর।

ডান্স দিওয়ানে জুনিয়রে বিচারকের আসনে দেখা যাচ্ছে নীতুকে। আগামী পর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়, যেখানে প্রয়াত স্বামীর কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যাচ্ছে নীতুকে। এক প্রতিযোগীর দিদা তাঁর পরিবারের সঙ্গে ঋষি কাপুরের এক স্মৃতি শেয়ার করেন তিনি।

IMG 20220429 183518
তিনি জানান, ১৯৭৪ সালে তাঁর স্বামীর সঙ্গে ঋষির আলাপ হয়। তারপর থেকে প্রায়ই অভিনেতার ব‍্যাপারে কথা বলতেন তিনি। ঋষিও সবসময় তাঁর স্বামীকে সাহায‍্য করেছেন বলেও জানান ওই প্রতিযোগীর দিদা। এরপরেই প্রয়াত ঋষি কাপুরের স্মৃতিতে ‘লম্বি জুদাই’ গানটি গেয়ে ওঠেন তিনি।

Rishi Neetu Karisma Randhir Kapoor
গান শুনে চোখের জল ধরে রাখতে পারেননি নীতু। বিচারকের আসনে ফিরে গিয়ে তিনি বলেন, “ঋষি জি আর আমাদের মাঝে নেই। কিন্তু কিন্তু প্রতিদিন কেউ না কেউ আমাকে ওঁর স্মৃতি মনে করিয়ে দেয়। সবার কাছে কোনো না কোনো গল্প রয়েছে ওঁর। কোনো ভাবে কোনো জায়গায় এখনো উনি আমার সঙ্গে জুড়ে রয়েছেন।”

https://youtu.be/rQmVYJLqVmU

২০২০ তে লকডাউন চলাকালীনই প্রয়াত হন ঋষি। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ র সেপ্টেম্বর মাস থেকেই ক‍্যানসারের চিকিৎসার জন‍্য নিউ ইয়র্কে ছিলেন ঋষি কাপুর। ২০১৯ এর শেষের দিকে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে দিদির ছেলের বিয়েতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। দু বছর আগে ৩০ এপ্রিল প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর