ছেলে আগে থেকেই বিবাহিত! রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জনের মাঝেই ঘোষনা নীতু কাপুরের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শীত বিদায় নিয়েছে কবেই। কিন্তু বিয়ের সানাই বাজার অন্ত নেই বলিউড, টলিউড কোনোখানেই। হিন্দি ইন্ডাস্ট্রিতে আপাতত সাজো সাজো রব রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের জন‍্য। অভিনেত্রীর কাকা রবিন ভাট সম্প্রতি জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছে তাঁর ভাইঝি।

সে খবর সত‍্যি হলে আর এক সপ্তাহও বাকি নেই বিয়ের। জোর কদমে প্রস্তুতি চলছে বলে খবর। এর মাঝে রণবীরের মা নীতু কাপুর (Neetu Kapoor) জানিয়ে দিলেন, তাঁর ছেলের বিয়ে আগেই হয়ে গিয়েছে! ঘোষনা শুনে চোখ কপালে রণলিয়া জুটির ভক্তদের।


ছেলের আসন্ন বিয়ে নিয়ে কোনো মাথাব‍্যথা নেই নীতুর। তিনি ব‍্যস্ত তাঁর আসন্ন রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে জুনিয়রস’ এর প্রচারে। তার মাঝেই পাপারাৎজির সম্মুখীন হন প্রবীণ অভিনেত্রী। সবাই রণবীর আলিয়ার বিয়ের খুঁটিনাটি তথ‍্য জানতেই আগ্রহী।

একজন জিজ্ঞাসা করেন, অন্তত বিয়ের তারিখটা তো বলুন? পালটা নীতুর প্রশ্ন, কার বিয়ে? পাপারাৎজি উত্তর দেয়, তাঁর ছেলে রণবীরের। শুনে অভিনেত্রী বলেন, “তারিখ আছে কিছু? আমি তো জানি না। ভগবানই জানেন।” কিন্তু পাপারাৎজি নাছোড়বান্দা।

আরেকজন বলে ওঠেন, কেউ ১৪ বলছে কেউ আবার ১৫। নীতুই ঠিক করে বলুন না বিয়েটা কবে? অভিনেত্রী উত্তর দেন, “আমি তো বলছি যে (বিয়েটা) হয়ে গিয়েছে।”

https://www.instagram.com/reel/CcGClwjK7Rr/?igshid=YmMyMTA2M2Y=

বাস্তবিকই রণলিয়া জুটির বিয়ের আগে বিভ্রান্তি কম নেই। প্রথমে শোনা গিয়েছিল, ১৭ তারিখ চেম্বুরের আর কে হাউসে বসবে বিয়ের আসর। কিন্তু এখন জানা যাচ্ছে, ১৭ নয়, ১৪ তারিখে হবে বিয়ে। তাও আবার আর কে হাউসে নয়। রণবীরের মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট বাস্তুতে। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধব দেরই আমন্ত্রণ থাকবে ওই বিয়েতে।

তবে রিসেপশন পার্টিটা বেশ জমকালোই হবে বলে খবর। অতিথি তালিকায় থাকছে শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোন, সঞ্জয় লীলা বনশালি, অর্জুন কাপুরদের নাম।

X