‘আমাদের গল্প এখানেই শেষ’, ঋষির ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট স্ত্রী নীতুর

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ ৪০ বছরের বিবাহিত জীবন ছেড়ে, পরিবার ছেড়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor)। পেছনে পড়ে রইল তাঁর অসাধারন সব ছবি ও কাছের মানুষেরা। অভিনেতার এই চলে যাওয়াটা খুবই আকস্মিক, ব‍্যাথাতুর। তাঁর শেষকৃত‍্যে স্ত্রী নীতু কাপুর (neetu kapoor), ছেলে রণবীরের দুঃখ ভারাক্রান্ত মুখের ছবিই তার সবথেকে বড় প্রমাণ। এবার নিজের মনের ভাব সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যক্ত করলেন নীতু।

IMG 20200503 WA0050
ঋষি কাপুরের প্রয়াণের পর তাঁর পরিবারের তরফে একটি বার্তা দেওয়া হয়েছিল। অভিনেতা শেষ মুহূর্ত পর্যন্ত সবার মুখে হাসি দেখতে চেয়েছেন। তিনি নিজেও পরিবার, বন্ধুদের গুরুত্ব দিয়ে এসেছেন সবসময়। তাই তাঁর প্রয়াণের পরেও চোখের জল না ফেলে হাসির মাধ‍্যমে তাঁকে মনে রাখা হোক। এমনটাই আবেদন ছিল তাঁর পরিবারের।

https://www.instagram.com/p/B8RxStwAKdU/?igshid=nzunx9ftlb9u

সেই বার্তা শেয়ার করেছিলেন নীতুও। এবার ঋষি কাপুরের একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘আমাদের গল্প এখানেই শেষ’। ছবিতে হাতে হুইস্কির গ্লাস হাতে হাসিমুখে দেখা যাচ্ছে অভিনেতাকে‌। কমেন্টে বহু তারকা নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।

https://www.instagram.com/p/B9bYdxXABrp/?igshid=742le1effz9k

মেয়ে ঋদ্ধিমা, ভাইঝি করিশ্মা হৃদয়ের ইমোজি দিয়েছেন। অভিনেতা সোনু সূদ লিখেছেন, ‘এই গল্প আরও অনেক গল্পকে অনুপ্রেরণা দিয়েছে। কিছু গল্প কখনও শেষ হয় না, তারা চিরদিন আমাদের মনে থেকে যায়।’

https://www.instagram.com/p/B_mLxi4gT2B/?igshid=1w84zvehwvj0x

দীর্ঘ ৪০ বছরের বিবাহিত জীবন ঋষি ও নীতু কাপুরের‍। প্রথমে বেশ কিছু বছরের প্রেম, তারপর তা গড়ায় বিয়েতে। ১৯৮০ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দীর্ঘদিন পরে একটি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ঋষি ও নীতুকে।

https://www.instagram.com/p/B_rNm83AwrX/?igshid=1vzvvtlmclki

দুবছর আগে লিউকিমিয়া ধরা পড়ে অভিনেতার। চিকিৎসার জন‍্য স্ত্রীর সঙ্গে পাড়ি দেন আমেরিকা। সেখানেই দু বছর ধরে চলছিল তাঁর চিকিৎসা। সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফিরে এক সাক্ষাৎকারে ঋষি জানিয়েছিলেন, স্ত্রী নীতু, ছেলে রণবীর ও মেয়ে ঋদ্ধিমা না থাকলে এই লড়াই করতে পারতেন না তিনি। নীতুর ওপরে তাঁর ভরসাটা বহুবার প্রকাশ করেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর