পাকিস্তানে অবহেলিত হিন্দু শক্তিপীঠ, ইসলামাবাদ সাহায্য না করায় এগিয়ে এল বালোচ সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তান (pakistan) সরকার ইমরান খানের (imran khan) সমালোচনায় সরব হলেন বালুচিস্তান (balochistan) আওয়ামি পার্টির সেনেটর দানেশ কুমার। তাঁর দাবী, পাকিস্তানের লাসবেলা জেলায় অবস্থিত ঐতিহাসিক হিংলজ মাতার মন্দির (hinglaj mata temple) দর্শনার্থীদের কাছে খুবই প্রসিদ্ধ স্থান হলেও, এই মন্দির সংস্কার এবং উন্নয়ন কাজের প্রকল্পে একটা পয়সাও দিতে রাজী নয় পাক সরকার।

হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা পাকিস্তানের এই মন্দিরকে একটি শক্তিপীঠ হিসেবে মান্য করেন। তাই প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয় এই মন্দিরে। তবে বহু বছর ধরে পাকিস্তানে অবহেলিত হতে থাকা মন্দিরগুলোর মধ্যে এটিও একটি। এই মন্দির ভক্তদের কাছে খুব জনপ্রিয় হওয়ায়, এই স্থান সম্পর্কে ১০- ১২ টি উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন দানেশ। কিন্তু পাকিস্তান সরকার তা মুহূর্তের মধ্যেই বাতিল করে দেয়। একটা পয়সাও এখানে ব্যয় করতে রাজী নন ইমরান খান।

যদিও বিগত কয়েকবছর ধরে সেখানকার বর্তমান আঞ্চলিক সরকার প্রায় ১ বিলিয়ন টাকা খরচ করেছে পর্যটন এবং মন্দির সংস্কারের স্বার্থে। এখানে স্থানীয় মুসলিমরাও মন্দির রক্ষণাবেক্ষণে হিন্দুদের সঙ্গে হাত মিলিয়েছে। পাকিস্তান সরকার এই মন্দির সম্পর্কে আগ্রহ না দেখালেও বালোচ সরকার ইতিমধ্যেই এই মন্দিরের উন্নয়ন এবং পুণ্যার্থীদের উন্নত প্রতিক্ষালয় তৈরির জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে।

এপ্রসঙ্গে দানেশ জানিয়েছেন, ‘এই হিংলজ মাতার মন্দিরের উন্নতির জন্য একটা অর্থও দেয় না পাকিস্তান সরকার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ ৪ ধর্মীয় স্থানের মধ্যে অন্যতম হল এই স্থান। এই মন্দির সম্পর্কে ভারতীয় রাজনীতিবিদ যশবন্ত সিং নিজের লেখা বইতে জানিয়েছিলেন, মোহম্মদ আলি জিন্না একটা সময় নিজেই এই মন্দিরে এসেছিলেন’।

X