বাংলাহান্ট ডেস্ক: টিভি সিরিয়ালের (TV Serial) ক্ষেত্রে দর্শক হল লক্ষ্মী। তাদের চাহিদার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেন চ্যানেল নির্মাতারা। টিআরপির উত্থান পতনের উপরে নির্ভর করে কয়েক মাস অন্তর অন্তর এক একটি সিরিয়াল শেষ হয়ে শুরু হচ্ছে নতুন গল্প। আর সেই সঙ্গে ছোটপর্দায় কামব্যাক করছেন এক সময়কার জনপ্রিয় অভিনেতা অভিনেতা অভিনেত্রীরা। এমনি একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীর কামব্যাকের গুঞ্জনে ছয়লাপ স্টুডিওপাড়া।
বাংলা সিরিয়ালের জগতে বেশ পরিচিত মুখ তিনি। একাধিক প্রথম সারির চ্যানেলে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে তাঁর সৌন্দর্যে মুগ্ধ ছিল দর্শকরা। তিনি নেহা আমনদীপ (Neha Amandeep)। ‘স্ত্রী’ সিরিয়ালে তাঁর অভিনয় আজো মনে রেখে দিয়েছেন অনেকেই। প্রথম বারেই সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন নেহা।
কিন্তু অদ্ভূত ভাবে সফল কেরিয়ার হওয়া সত্ত্বেও বছর কয়েক পরেই ইন্ডাস্ট্রি থেকে যেন হারিয়ে যান নেহা। সোশ্যাল মিডিয়া থেকেও মুছে যান তিনি। দীর্ঘদিন পর্যন্ত তাঁর কোনো খোঁজখবর ছিল না কারোর কাছে। অবশেষে মাস কয়েক আগে দিদি নাম্বার ওয়ানে এসে নিজের কাহিনি শোনান নেহা। অবসাদ থেকে উঠে এসে জীবনের স্বাভাবিক স্রোতে ফেরার চেষ্টায় ছিলেন তিনি। এবার নাকি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।
খবর বলছে, ব্লুজ প্রোডাকশনের আসন্ন সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করবেন নেহা। তাঁর বিপরীতে দেখা যেতে পারে আরেক জনপ্রিয় নায়ক রোহন ভট্টাচার্যকে। তাঁরও কামব্যাকের খবর শোনা যাচ্ছে কিছুদিন ধরে। যদিও মুখে এ বিষয়ে মৌনতা অবলম্বন করেছেন দুজনেই। নেহা জানিয়েছেন, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে তিনি সিরিয়ালে ফিরলে দর্শকরা যে খুব খুশি হবেন তাতে কোনো সন্দেহ নেই।
এর আগে দিদি নাম্বার ওয়ানে এসে নেহা জানিয়েছিলেন, তিনি কিছু কথা শুনে ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন। কিন্তু কেন তিনি এমনটা করেছিলেন সেই ব্যাখ্যা তাঁর কাছেও নেই। তিনি বলেছিলেন, তাঁর সবসময় মনে হত এক তৃতীয় ব্যক্তি তাঁকে সবসময় খারাপ কথা বলছে। তাঁকে বাজে দেখতে, তিনি এই পৃথিবীর সবথেকে খারাপ মানুষ, তাঁর মরে যাওয়া উচিত। সর্বক্ষণ এই কথাগুলোই শুনতেন তিনি। নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলেছিলেন নেহা। কারোর সঙ্গে কথা বলতে পারতেন না।
গত বছর দূর্গাপুজোর সময়ে যেন নতুন জীবন পান নেহা আমনদীপ। তাঁর কথায়, ঈশ্বর চেয়েছেন বলেই তিনি বেঁচে রয়েছেন। তখনই কাজে ফেরার বাসনা প্রকাশ করেছিলেন নেহা। তাঁকে সিরিয়ালে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরাও।