মরে যেতে বলা হত! দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেও হাত ভাঙলেন নেহা আমনদীপ

বাংলাহান্ট ডেস্ক: এমন একাধিক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা একসময় অভিনয় শৈলী দিয়ে মন জয় করলেও পরবর্তীকালে হঠাৎ করেই হারিয়ে যান। এমনি একজন অভিনেত্রী হলেন আমনদীপ সোনকার ওরফে নেহা আমনদীপ (Neha Amandeep)। জি বাংলার ‘স্ত্রী’ সিরিয়ালের ‘নিরুপমা’ তিনি। ব‍্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরে হঠাৎ করেই টেলিপাড়া থেকে নিরুদ্দেশ হয়ে যান তিনি।

কিছুদিন আগে এক সংবাদ মাধ‍্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন নেহা। সেখানেই তিনি জানিয়েছিলেন, এই দু বছর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। ঘরের মধ‍্যে আটকে রাখতেন নিজেকে। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন নেহা। তবে এখন তিনি সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। ফিরেছেন সোশ‍্যাল মিডিয়ায়। এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও এলেন নেহা।

Neha amandeep
দীর্ঘ দু বছর পর্দার আড়ালে থাকার পর অবশেষে ক‍্যামেরার সামনে এলেন নেহা আমনদীপ। সেখানেই নিজের এতদিনের সমস্ত অভিজ্ঞতাটা তুলে ধরেন তিনি। নেহা জানান, তিনি কিছু কথা শুনে ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন। কিন্তু কেন তিনি এমনটা করেছিলেন সেই ব‍্যাখ‍্যা তাঁর কাছেও নেই।

নেহা বলেন, তাঁর সবসময় মনে হত এক তৃতীয় ব‍্যক্তি তাঁকে সবসময় খারাপ কথা বলছে। তাঁকে বাজে দেখতে, তিনি এই পৃথিবীর সবথেকে খারাপ মানুষ, তাঁর মরে যাওয়া উচিত। সর্বক্ষণ এই কথাগুলোই শুনতেন তিনি। নিজেকে একটা ঘরের মধ‍্যে বন্দি করে ফেলেছিলেন নেহা। কারোর সঙ্গে কথা বলতে পারতেন না।

ওই ভয়ঙ্কর সময়টার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নেহা। তিনি বলেন, যারা অবসাদে ভোগেন শুধুমাত্র তারাই বুঝতে পারেন শব্দটার অর্থ‍। বেঁচে থাকলেও অন্তরে মরে যায় তারা। দু বছর এমন পরিস্থিতিতে কাটানোর পর চলতি বছরে দূর্গাপুজোর সময়ে যেন নতুন জীবন পান নেহা আমনদীপ।

এক মন্দিরে তাঁকে নিয়ে গিয়েছিলেন তাঁর মা। সেখানকার পুরোহিত কিছু একটা বুঝতে পেরে পুজো করেছিলেন। তারপর থেকেই মনের ভার অনেক লাঘব হয়ে যায় নেহার। তাঁর কথায়, ঈশ্বর চেয়েছেন বলেই তিনি বেঁচে রয়েছেন। নেহার কথা শুনে তাঁকে মূল‍্যবান পরামর্শ দেন রচনা। তিনি বলেন, ‘নিজের জন‍্য বাঁচো। জীবনটা তোমার, কোনো তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ যেন তোমার জীবনটা চালিত না করতে পারে।’

দিদি নাম্বার ওয়ানে আসলেও বিপদ পিছু ছাড়েনি নেহার। প্রথম ধাপের খেলাতেই গুরুতর চোট পান তিনি। হাত ভেঙে যায় তাঁর। পায়েও চোট পান তিনি। মাঝপথেই খেলা ছেড়ে বেরিয়ে যান নেহা। তবে দিদি নাম্বার ওয়ান এর একটি ভ্লগ শেয়ার করেছেন তিনি নিজের ইউটিউব চ‍্যানেলে।


Niranjana Nag

সম্পর্কিত খবর