বি গ্রেডের ছবিই বদলেছে ভাগ্য, তালিকায় কোন বলি অভিনেত্রীরা?

বলিউডে এমন অনেক অভিনেত্রী (Bollywood Actress) আছেন যাঁরা আজ ইন্ডাস্ট্রিতে বড় নাম করেছেন। কেউ চলচ্চিত্রে এবং কেউ টিভির বড় নাম। তবে তাঁদের প্রাথমিক কেরিয়ার শুরু হয়েছিল বি-গ্রেড চলচ্চিত্র দিয়ে। এই অভিনেত্রীদের মধ্যে অনেক বড় নামও রয়েছে। বড় পর্দা থেকে টিভি, এমন অনেক অভিনেত্রী (Bollywood Actress) রয়েছেন যারা বি-গ্রেড চলচ্চিত্র দিয়ে তাঁদের ক্যারিয়ার শুরু করেছিলেন। বি গ্রেডের ছবি জনপ্রিয়তা এনে দিতে না পারলেও, দিয়েছেন নতুন কাজের সুযোগ।

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মোহাব্বতেন’ এবং ‘বোল বচ্চন’-এর মতো সুপারহিট ছবি করা অর্চনা পুরন সিং প্রাথমিকভাবে বি-গ্রেড ছবিতে কাজ করেছেন। অর্চনা ‘রাত কে গান’ এবং ‘জলওয়া’-এর মতো ছবি করেছেন। অভিনেত্রী নেহা ধুপিয়াও ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ছবিতে কাজ করেছেন। আজ তিনি ইন্ডাস্ট্রির ভালো অভিনেত্রীদের তালিকায় এলেও ক্যারিয়ারের শুরুতে তিনি বি-গ্রেডের ছবিতেও কাজ করেছেন। শীশা ছবিতে অনেক অন্তরঙ্গ দৃশ্য দিয়েছেন নেহা ধুপিয়া।

Bollywood Actress

এমন অনেক অভিনেত্রী (Bollywood Actress) রয়েছেন যারা বি-গ্রেড চলচ্চিত্র দিয়ে তাঁদের ক্যারিয়ার শুরু করেছিলেন

‘তারক মেহতা কা উল্টা চশমা’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালগুলি ‘দয়া বেন’ ছাড়া সবসময়ই অসম্পূর্ণ বলে বিবেচিত হয়েছে। দয়া বেনের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দিশা ভাকানি। তিনি একজন সংস্কৃতি মানা মহিলা হিসাবে পরিচিত। কিন্তু, বাস্তবে, দিশা তার ক্যারিয়ারের প্রথম দিকে বি-গ্রেড ছবি ‘কসমিন’-এর মতো ছবি করেছিলেন।

ক্যাটরিনার নামও বলিউডের সেরা ৫ অভিনেত্রীর মধ্যে রয়েছে। ক্যাটরিনার ইন্ডাস্ট্রিতে প্রবেশের প্রায় ২০ বছর হয়ে গিয়েছে এবং এই বছরগুলিতে, ক্যাটরিনা তাঁর অভিনয় দক্ষতা নিয়ে অনেক কাজ করেছেন। ক্যাটরিনা ২০০৩ সালে বুম ফিল্ম দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যেটি একটি বি-গ্রেড ফিল্ম ছিল। কিন্তু আজ তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী। জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কোনো পরিচয়ের প্রয়োজন নেই। শ্বেতা তিওয়ারির বয়স প্রায় ৪৩ বছর কিন্তু তাকেরিয়ারের প্রাথমিক পর্যায়ে তিনি আর্থিক সমস্যার কারণে বি-গ্রেডের ছবিতে কাজ করেছিলেন।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর