আইফেল টাওয়ারের সামনে লিপলক! প্রেমের শহরে ভালবাসায় ভাসলেন নেহা-রোহনপ্রীত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খাতায় কলমে প্রেমের মরশুম আসার আগেই প্রেমের জোয়ারে ভেসেছেন নেহা কক্কর (neha kakkar) ও রোহনপ্রীত সিং (rohanpreet singh)। প‍্যারিসে স্বামীর সঙ্গে চুটিয়ে দ্বিতীয় হানিমুন সারছেন দুজনে। প্রকাশ‍্যেই ক‍্যামেরার সামনে ঘনিষ্ঠ হয়ে ছবিও তুলেছেন নেহা রোহনপ্রীত।

আইফেল টাওয়ারের সামনে লিপলক করতে দেখা গিয়েছে বলিউডের এই জনপ্রিয় জুটিকে। টুকটুকে লাল পোশাকে দেখা মিলল নেহা। রোহনপ্রীত পরেছিলেন সাদা প‍্যান্ট শার্ট। ছবিগুলি শেয়ার করে নেহা লিখেছেন, ‘প্রেমের শহর প‍্যারিস কত সুন্দর দেখতে! কিন্তু শুধু যদি তুমি সঙ্গে থাকো, তোমাকে ছাড়া নয় মাই লভ রোহনপ্রীত’। এই ছবিগুলিই শেয়ার করে পালটা রোহনপ্রীত লিখেছেন, ‘আইফেল টাওয়ারের থেকেও তোমাকে আমি বেশি ভালবাসি’।


প্রসঙ্গত, পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং নেহার থেকে বয়সে সাত বছরের ছোট। এক মিউজিক ভিডিওর  শুটিংয়ের সময় আলাপ হয় দুজনের। প্রথম সাক্ষাতেই নাকি প্রেমে পড়েছিলেন দুজনে। তারপর ধীরে ধীরে আরো গাঢ় হয় সেই প্রেম। অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং।

https://www.instagram.com/p/CWnDzykAQih/?utm_medium=copy_link

গত বছর ২৪ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন নেহা রোহনপ্রীত। তরুণ গায়ক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যে মিউজিক ভিডিওর শুটের সময় তাঁদের প্রথম আলাপ হয় সেটি ছিল নেহু কা বিয়াহ। তিনি ভাবতেও পারেননি যে নেহা গানে যা লিখেছিলেন তা একদিন সত‍্যি হয়ে যাবে তাঁদের জীবনে। ওই একটি মিউজিক ভিডিও তাঁর জীবন বদলে দেয়।

শিখ বিয়ের রীতি, আনন্দ করজ মেনে বিয়ে করেছেন নেহা ও রোহনপ্রীত। বিয়েতে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন গায়িকা। এক্কেবারে অনুষ্কা শর্মার বিয়ের লুকটাই যেন নকল করেছিলেন তিনি। নেহার বিয়ের লেহেঙ্গাও ডিজাইন করেছেন সব‍্যসাচী মুখার্জি। রাতের অনুষ্ঠানে নেহার পছন্দ ছিল গাঢ় লাল লেহেঙ্গা যা ফের একবার মনে করিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার ভারতীয় রীতিতে বিয়ের স্মৃতি।

X