ফের উদারতার নির্দশন, দুঃস্থ শিশুদের ২০০০ টাকা দিয়ে সাহায্য নেহার! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেহা কক্করের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সঙ্গীতে তাঁর দক্ষতার বিষয়ে সকলেই জানেন। উপরন্তু লাইমলাইট নিজের ওপর কীভাবে ধরে রাখতে হয় তা খুব ভালভাবেই জানেন নেহা। ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। দুঃস্থ বাচ্চাদের সাহায্যের জন্য ২০০০ টাকার নোট দিয়ে দিলেন নেহা।

সম্প্রতি বন্ধুবান্ধবদের সঙ্গে একটি রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন নেহা। সেখান থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরে অনুরাগীরা। নেহার সঙ্গে সেলফি তোলার আবদার করতে থাকেন তাঁরা। অপরদিকে গায়িকাকে দেখে তাঁর কাছে এগিয়ে যায় কয়েকজন দুঃস্থ শিশুও। কিছু সাহায্য করার জন্য তাঁকে অনুরোধ করতে থাকে তাঁরা। নেহাও বিনা বাক্যবয়ে ব্যাগ থেকে একটি ২০০০ টাকার নোট বের করে এগিয়ে দেন তাদের দিকে। বলেন, এই টাকাটা দুজনে ভাগ করে নিতে এদিকে ওই বাচ্চারাও ছাড়বার পাত্র নয়। অন্যরাও এগিয়ে এসে বলে, তাদের সবাইকে আলাদা আলাদা করে টাকা দিতে হবে। নেহা তখন আরও একটি নোট বার করে এগিয়ে দেন বাচ্চাদের দিকে।

উপস্থিত নেহার অনুরাগী ও পাপারাৎজির ক্যামেরা বন্দি হয় গোটা ঘটনাটা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিও। আর এরপরেই কার্যত দুভাগে ভাগ হয়ে যায় নেটিজেনরা। একাংশ এই কাজের জন্য প্রশংসা করছে নেহার। আবার অপর অংশের মন্তব্য, শুধুমাত্র লাইমলাইটে থাকার জন্যই এই ভান করেছেন গায়িকা।

প্রসঙ্গত, নেহার এই উদার রূপ নতুন নয়। এর আগেও ইন্ডিয়ান আইডলের মঞ্চে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এক দমকলকর্মীকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষনা করেন তিনি। বিপিন গণত্র নামের ওই ব্যক্তির কাজের প্রশংসা করে তাঁকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষনা করেন নেহা।

সম্পর্কিত খবর

X