নিম্ন মধ‍্যবিত্ত পরিবার থেকে আজ জনপ্রিয় তারকা, মাটিতে উবু হয়ে বসে মোষের দুধ দোয়ালেন নেহা কক্কর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনের প্রথম সারির গায়িকা নেহা কক্কর (neha kakkar)। নিজের লেখা বা সুর দেওয়া গান হোক বা পুরনো গানের রিমিক্স, নেহার কণ্ঠে সবই সুপারহিট। কিন্তু এখন প্রচুর নামডাক, অতুল ঐশ্বর্যের অধিকারিণী হলেও একটা সময় নিম্ন মধ‍্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন নেহা। ইন্ডিয়ান আইডল বদলে দেয় তাঁর জীবন। এত বছর পর ফের একটি শোয়ের দৌলতে মাটির কাছাকাছি যাওয়ার সুযোগ পেলেন নেহা।

আক্ষরিক অর্থেই মাটির কাছাকাছি। মাটিতে উবু হয়ে বসে মোষের দুধ দোয়াতে হল নেহাকে। আসলে জনপ্রিয় ইউটিউবার প্রাজক্তা কোলির ইউটিউব শো ‘প্রিটি ফিট’এ অতিথি হয়ে এসেছিলেন নেহা। শোটি গত বছরে সম্প্রচারিত হলেও সোশ‍্যাল মিডিয়ায় নতুন করে কিছু মুহূর্তের ঝলক ভাইরাল হয়েছে। তারই মধ‍্যে একটিতে দেখা গিয়েছে মোষের দুধ দোয়ানোর দৃশ‍্য।


প্রাজক্তার শোয়ের প্রথম এপিসোডেই অতিথি হয়ে এসেছিলেন নেহা। তারকা সুলভ জীবনযাপন করেও এই ধরনের কাজগুলিতে তিনি কতটা ফিট সেটাই দেখাতে হয়েছিল তাঁকে। একটি বড় মোষকে প্রথমে স্নান করিয়ে তারপর গোয়ালার সঙ্গে মাটিতে বসে দুধ দোয়ালেন নেহা। আর তা করতে গিয়েই ভয়ের চোটে কেঁদে ফেলার অবস্থা গায়িকার। নেহাকে সঙ্গ দিতে দেখা গিয়েছে প্রাজক্তাকেও। তারপর সেই দুধ দিয়েই দেশি প্রক্রিয়ায় লস‍্যি বানান নেহা।


ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে ‘কাঁটা লাগা উইমা’ গায়িকার ফ‍্যানপেজের তরফে। অনেকে নেহার প্রশংসা করেছেন। তারকা সুলভ হাবভাব না দেখিয়ে তিনি যে এই কঠিন কাজটা করতে রাজি হয়েছেন তা বাস্তবিকই প্রশংসার যোগ‍্য। আবার অনেকে তাঁর কাণ্ড দেখে হেসেই লুটোপুটি খেয়েছেন। তাদের মতে, নেহার উচিত আগে গানটা ঠিক মতো গাওয়া।

https://www.instagram.com/tv/CW3YPIwACQg/?utm_medium=copy_link

প্রসঙ্গত, গত বছরেই রোহনপ্রীতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নেহা। শিখ বিয়ের রীতি, আনন্দ করজ মেনে বিয়ে করেছেন নেহা ও রোহনপ্রীত। বিয়েতে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন গায়িকা। এক্কেবারে অনুষ্কা শর্মার বিয়ের লুকটাই যেন নকল করেছিলেন তিনি। নেহার বিয়ের লেহেঙ্গাও ডিজাইন করেছেন সব‍্যসাচী মুখার্জি। রাতের অনুষ্ঠানে নেহার পছন্দ ছিল গাঢ় লাল লেহেঙ্গা যা ফের একবার মনে করিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার ভারতীয় রীতিতে বিয়ের স্মৃতি।

সম্পর্কিত খবর

X