বাংলাহান্ট ডেস্ক: মা হতে চলেছেন নেহা কক্কর (neha kakkar)! এমন খবর প্রায়শই লাইমলাইটে উঠে আসে। বিশেষত নেহা রোহনপ্রীতের (rohanpreet singh) বিয়ের মাস দুয়েক পরেই বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসায় মাত্রাছাড়া হয়ে গিয়েছিল গুঞ্জন। পরে অবশ্য জানা যায়, সবটাই প্রচারের উদ্দেশে ছিল। নেহা রোহনপ্রীতের নতুন গানের জন্যই অন্তঃসত্ত্বা ‘সেজেছিলেন’ নেহা।
চরম ট্রোলের মুখে পড়তে হয়েছিল গায়িকাকে। তারপরেও একাধিক বার গুঞ্জন উঠেছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে। অবশেষে এসবের উত্তরই দিলেন নেহা। তাও বেশ মজা করে। আসলে ইউটিউবে একটি নতুন শো নিয়ে এসেছেন নেহা ও রোহনপ্রীত, যেখানে গায়িকার গোটা পরিবারকেই দেখা যাবে। শোয়ের নাম ‘লাইফ অফ কক্করস’। এই শোয়ের প্রথম এপিসোডেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে পরিবারের সকলের সামনেই কথা বলবেন নেহা।
গায়িকা জানান, তাঁর মা হতে চলার গুঞ্জন এতটাই বেড়ে গিয়েছিল যে যেখানে সেখানে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হত তাঁকে। একবার প্লেনের মধ্যে বিমান সেবিকা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসা করেছিলেন তিনি প্রেগনেন্ট কিনা। রোহনপ্রীতের বন্ধুবান্ধবরা রেগে গিয়েছিলেন এই খবরটা লুকিয়ে যাওয়ার জন্য।
নেহা আরো জানান, তিনি হঠাৎ করে ইন্ডিয়ান আইডল থেকে বেরিয়ে যাওয়ায় সকলেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল যে তিনি মা হতে চলেছেন। দোসর হয় আবার নেহার ওজন বেড়ে যাওয়া। সোশ্যাল মিডিয়া ট্রোল নিয়েও সরব হন গায়িকা। তিনি জানান, এমন কমেন্টও এসেছে যে, ‘ইন্ডাস্ট্রির লোকজন তো এমনি হয়। বিয়ের আগেই হয়ে গিয়েছিল সবকিছু’।
নেহার কথায়, “আমি মানছি যে আমার পেটটা একটু গোলু মোলু হয়ে গিয়েছে। কিন্তু এতটাও না যে আমাকে প্রেগনেন্ট মনে হবে।” তিনি আরো জানান, আগামী দু তিন বছরে সন্তান নেওয়ার কোনো চিন্তাই করছেন না তিনি ও রোহনপ্রীত। এখনো অনেক মজা করা বাকি রয়েছে তাঁদের।