সেক্সি অবতারে জমকালো রোকার অনুষ্ঠানে নেহা, জমিয়ে নাচলেন হবু বর রোহনপ্রীতের সঙ্গে! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা সত‍্যি হল। পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের (rohanpreet singh) সঙ্গে শীঘ্রই বিয়ের (marriage) পিঁড়িতে বসতে চলেছেন নেহা কক্কর (neha kakkar)। আজ ধুমধাম করে রোকা অনুষ্ঠানও সেরে ফেললেন গায়িকা। সেই ভিডিও নিজেদের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন হবু বর কনে।

আগামীকাল, ২১ অক্টোবরই মুক্তি পেতে চলেছে নেহা ও রোহনপ্রীতের মিলিত মিউজিক ভিডিও ‘নেহু দা বিয়াহ’। তার আগেই নিজের বিয়ের অনুষ্ঠান শুরু করে দিলেন গায়িকা। ধুমধাম করে রোকা অনুষ্ঠান সারতে দেখা গেল নেহা ও রোহনপ্রীতকে।


গোলাপি লেহেঙ্গা ও কুন্দনের গয়নায় সেজেছিলেন নেহা। পাশে রোহনপ্রীতের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি ও লাল পাগড়ি। ভিডিওর শুরুতেই জনপ্রিয় পাঞ্জাবি গানের তালে নাচতে নাচতে রোকার আসরে ঢুকতে দেখা যায় নেহা ও রোহনপ্রীতকে।

ভিডিওটি শেয়ার করে নেহা জানিয়েছেন, আগামীকাল মুক্তি পাচ্ছে তাদের মিউজিক ভিডিও। তার আগে অনুরাগীদের জন‍্য রইল এই সারপ্রাইজ। সেই সঙ্গে এমন জমকালো অনুষ্ঠানের জন‍্য নিজের বাবা মা কেও ধন‍্যবাদ জানিয়েছেন নেহা। ভিডিওটি এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CGj5We8jL7C/?igshid=m36bldf8mk2e

গত কয়েকদিন ধরেই সোশ‍্যাল মিডিয়ায় একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন নেহা ও রোহনপ্রীত। এছাড়া উপরি পাওনা দুজনের মিলিত মিউজিক ভিডিও ‘নেহু দা বিয়াহ’ ও মুক্তি পেতে চলেছে আগামীকাল। চলছে তার প্রস্তুতিও। কিছুক্ষণ আগেই বিয়ের অনুষ্ঠান শুরুর একটি ভিডিও শেয়ার করেন গায়িকা।

সোশ‍্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করে নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবারের সঙ্গে তার প্রথম সাক্ষাতের ভিডিও এটি। দুজনকেই খুব হাসিমুখে দেখা যাচ্ছে ভিডিওতে। ক‍্যাপশনে হ‍্যাশট‍্যাগ দিয়ে ‘নেহুপ্রীত’ ও লিখেছেন গায়িকা।

প্রসঙ্গত, সম্প্রতি ভাইরাল হয়েছে নেহা ও রোহনপ্রীতের বিয়ের কার্ড। কার্ড থেকে জানা যাচ্ছে, দিল্লিতে নয় বরং পঞ্জাবে বসতে চলেছে এই তারকা জুটির বিয়ের আসর।

ইনস্টাগ্রামে নেহা ও রোহনপ্রীতের একটি ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে এই বিয়ের কার্ড। কার্ডে তাঁদের দুজনের নাম ছাড়াও রয়েছে দুজনের বাবা মায়ের নামও। কার্ড থেকে আরো জানা যাচ্ছে, ২৬ অক্টোবর দিল্লি নয় বরং পঞ্জাবে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর।

সম্পর্কিত খবর

X