বালির মধ‍্যে লুটোপুটি খেয়ে ‘পুষ্পা’র গানে নাচ নেহার! ট্রোলে ভাসল নেটপাড়া, প্রতিক্রিয়া দিলেন আল্লুও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক মাসেরও বেশি হয়ে গিয়েছে মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ‍্য রাইজ পার্ট ওয়ান’ (pushpa)। কিন্তু এতদিন কেটে গেলেও ছবির গান, সংলাপ নিয়ে উন্মাদনা স্তিমিত হওয়ার নাম নেই। ‘উ আনটাভা’, ‘সামি সামি’, ‘শ্রীভল্লি’র মতো গানে একের পর এক তারকা রিল ভিডিও বানাচ্ছেন। তালিকায় নবতম সংযোজন নেহা কক্কর (neha kakkar)।

সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউড গায়িকা। শুধু গানের রিমিক্স বানানো নয়, রিল ভিডিও বানাতেও তিনি দক্ষ। এবার সামান্থা রুথ প্রভুর ‘উ আনটাভা’তে নাচতে দেখা গেল তাঁকে। সঙ্গে আমন্ত্রণ জানালেন ট্রোলারদেরও।


নীল পোশাকে সমুদ্র সৈকতে নাচতে দেখা গিয়েছে নেহাকে। তবে যতটা না নেচেছেন তার থেকে বেশি বালির মধ‍্যে গড়াগড়ি খেয়েছেন বেশি! আর এতেই হাসির খোরাক পেয়ে গিয়েছেন নেটিজেনরা। ভিডিও শেয়ার হতেই একজন প্রশ্ন করেছেন, ‘কার বাচ্চা হারিয়ে গিয়েছে?’ আরেকজনের বক্তব‍্য, বালিতে কিছু হারিয়ে গেলে এভাবে কে খোঁজে! হাত দিয়ে খোঁজ উচিত। হাসির ইমোজিতে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

https://www.instagram.com/reel/CZD-WJdACvz/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CZGwIpbpJvj/?utm_medium=copy_link

প্রতিক্রিয়া দিয়েছেন আল্লু অর্জুনও। তিনি লিখেছেন, ‘এত ভালবাসা ও প্রশংসার জন‍্য ধন‍্যবাদ।’ ব‍্যস, উৎসাহ পেয়ে আরো একটি রিল ভিডিও বানিয়ে ফেলেছেন নেহা। গানে সামান্থার হুক স্টেপগুলি নকল করার চেষ্টা করেছেন তিনি। শুধু রিল ভিডিও নয়, নিজের ইউটিউব চ‍্যানেলে গোটা নাচের ভিডিওটাই শেয়ার করেছেন নেহা।


আইটেম গানটি এত হিট হওয়ায় আপ্লুত সামান্থাও। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে পোস্ট শেয়ার করে ধন‍্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু শোনা যায়, প্রথমটা নাকি একেবারেই অনিচ্ছুক ছিলেন সামান্থা। পরে আল্লু অর্জুন নিজে তাঁর সঙ্গে কথা বলে রাজি করান তাঁকে। পাশাপাশি ছবির পরিচালক সুকুমার তাঁকে উদাহরণ হিসাবে ‘রঙ্গস্থলম’ ছবিতে পূজা হেগড়ের নাচের কথা মনে করিয়ে দেন। তারপর আর না করেননি অভিনেত্রী।

https://youtu.be/Ekic-Cgl8vE

উল্লেখ‍্য, এর আগে কখনোই এমন লাস‍্যময়ী অবতারে দেখা যায়নি সামান্থাকে। উপরন্তু নাগার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই এই গানটি প্রকাশ‍্যে আসে, যা ছবি নির্মাতাদের পক্ষেই গিয়েছিল। আইটেম নাম্বারে সামান্থাকে দেখার জন‍্য দর্শকদের ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহে।

সম্পর্কিত খবর

X