একসময় একতলার ভাঙা বাড়িতে থাকতেন নেহা কক্কর, এবার কিনলেন নতুন বিলাসবহুল বাংলো, দেখুন সেই ছবি !

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে রয়েছেন তিনি। নিজের জায়গা বেশ ভাল মতোই কায়েম করে নিয়েছেন। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করতে নেহার জুড়ি মেলা ভার। তাঁর নিজেরই রয়েছ একটি আলাদা গায়কী। তবে চিরদিন এমনটা ছিল না। প্রথম থেকেই এতটা জনপ্রিয়তা পাননি নেহা। এমনকি নিজের জায়গাটাও তাঁকে বানাতে হয়েছে যথেষ্ট কষ্ট করে। উত্তরাখন্ডের একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নেহা। তাঁর বাবা পেশায় ছিলেন একজন সিঙারা বিক্রেতা। ছোট থেকেই বিভিন্ন জাগ্রতায় গান গাইতেন নেহা। তিনি বড় হনই জাগ্রতায় গান গেয়ে। নেহার সঙ্গে থাকতেন তাঁর দিদি সোনু কক্কর ও ভাই টনি কক্কর।

neha kakkar

তবে এখন দৃশ্যটা অন্যরকম। এখন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করে নিচ্ছেন তিনি। সম্প্রতি আরও একটি সুখবর দিয়েছেন তিনি। নিজের স্বপ্নের বাংলোর ছবি শেয়ার করেছেন নেহা। উত্তরাখন্ডের হৃষিকেশে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি। সেই বাংলোরই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে আগে যে জীর্ণ  ভাড়া বাড়িতে থাকতেন তিনি সেই বাড়ির ছবিও শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/B9Y80pXHICf/

যেখানে জন্মেছেন, তাঁর শৈশব কেটেছে সেখানেই বাংলো কিনতে পেরে খুবই খুশি নেহা। ছবি পোস্ট করে নিজের শৈশবের কথাও বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁর মা রান্না করতেন আর তার সামনে একটি টেবিল পাতা থাকত। একতলা একটি ভাড়া বাড়িতে সপরিবারে থাকতেন তাঁরা।

প্রসঙ্গত, গানে নিজের কেরিয়ার বানাতেই উত্তরাখন্ড থেকে মুম্বই পাড়ি দেন নেহা ও তাঁর ভাই টনি কক্কর। একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন নেহা। সেখানে বিজয়ী হন তিনি। এরপরেই শুরু হয় তাঁর গানের কেরিয়ার। বলিউডে সুযোগ পান তিনি। নেহার প্রথম গান ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির ‘ধাতিং নাচ’ গানটিতে প্রথম শোনা যায় নেহার কণ্ঠস্বর। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। পুরোনো গানগুলি নতুন ঢঙে গাইতে যে বেশ পারদর্শী নেহা কক্কর তা সকলেই জানেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর